BN/680712 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মন্ট্রিয়াল
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"যে কেউ ভগবানের পক্ষ থেকে এই প্রচেষ্টা গ্রহণ করে এই বদ্ধ জীবেদের পরম ভগবানের কাছে, গৃহে ফিরে যাওয়ার প্রচেষ্টা করে, তাকে সবচেয়ে ঘনিষ্ঠ ভক্ত, ভগবানের প্রিয় ভক্ত হিসাবে বিবেচনা করা হয়। ন চ তস্মান্মনুষ্যেষু কশ্চিন্মে প্রিয়কৃত্তমঃ (শ্রীমদ্ভগবদ্গীতা ১৮/৬৯)। যদি তুমি শ্রীকৃষ্ণ অথবা ভগবানের খুব প্রিয় হতে চাও, তাহলে এই মিশনারি ক্রিয়াকলাপগুলি গ্রহণ করার চেষ্টা করো। সেটা কি? কৃষ্ণ ভাবনাময়ের প্রচার। শ্রীকৃষ্ণ খুব প্রসন্ন হবেন। " |
৬৮০৭১২ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০৭/০৯/১০ - মন্ট্রিয়াল |