BN/680712 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মন্ট্রিয়াল
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"যে কেউ ভগবানের পক্ষ থেকে এই প্রচেষ্টা গ্রহণ করে এই বদ্ধ জীবেদের পরম ভগবানের কাছে, গৃহে ফিরেয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করে, তাকে সবচেয়ে ঘনিষ্ঠ ভক্ত, ভগবানের প্রিয় ভক্ত হিসাবে বিবেচনা করা হয়। ন চ তস্মান্মনুষ্যেষু কশ্চিন্মে প্রিয়কৃত্তমঃ (শ্রীমদ্ভগবদ্গীতা ১৮/৬৯)। যদি তুমি শ্রীকৃষ্ণ অথবা ভগবানের খুব প্রিয় হতে চাও, তাহলে এই ধর্মপ্রচারক ক্রিয়াকলাপগুলি গ্রহণ করার চেষ্টা করো। সেটা কি? কৃষ্ণ ভাবনাময়ের প্রচার। শ্রীকৃষ্ণ খুব প্রসন্ন হবেন। " |
৬৮০৭১২ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০৭/০৯/১০ - মন্ট্রিয়াল |