BN/690212b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্ এঞ্জেলেস্
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"তা প্রথম কথা হল ধরো কেউ আমার ব্যাপারে কিছু খারাপ বলল। আমরা স্বাবাভিক ভাবেই রেগে যাই। ঠিক যেমন ধরো কেউ আমাকে ডাকছে, 'তুমি কুকুর' বা 'তুমি শুকর'। কিন্তু আমার আত্মোপলব্ধি হয়েছে, যদি আমি জানি আমি দেহ নোই, আমি আত্মা তাহলে যদি তুমি আমায় শুকর ডাকো, কুকুর বা রাজামশাই, মহাশয় বলে ডাকো, তাতে কি? তা তুমি আমাকে 'মহারাজ' ডাকো বা কুকুর বা শুকর বলে ডাকো, আমি তাতে কি করব? আমি মহারাজ বা কুকুর বা শুকর নোই - কিছুই নোই। আমি শ্রীকৃষ্ণের দাস।" |
৬৯০২১২ - প্রবচন ভগবদ্গীতা ০৫.২৬-২৯ - লস্ এঞ্জেলেস্ |