BN/690122 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্ এঞ্জেলেস্
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"সুতরাং নিদ্রা..... আহার, নিদ্রা, মৈথুন। পায়েরাও একই আনন্দ ভোগ করছে, আর আমরাও। এবং তারা লড়াই করছে - তাদের পাখনা দিয়ে রক্ষা করছে; তুমি এটম বোমা দিয়ে লড়াই করছ। জীবনের কোন পার্থক্য নেই। তাই শ্রীকৃষ্ণ বলছেন,'কর্ম বন্ধ কর', মানে পশুদের মতো জীবন যাপন করা বন্ধ কর, কিন্তু যারা কৃষ্ণভাবনাময় তাদের কর্ম বন্ধ করতে হবেনা - হরে কৃষ্ণ জপ করা বন্ধ করতে হবেনা। জন্তুদের মতো জীবন যাপন করা বন্ধ করে আধ্যাত্মিক জীবন শুরু কর। এটাই উদ্যেশ্য।"
|
৬৯০১২২- প্রবচন ভগবদ্গীতা ০৫.০১-০২ - লস্ এঞ্জেলেস্ |