BN/Prabhupada 0091 - আপনি এখানে উলঙ্গ দাঁড়িয়ে যান

Revision as of 11:51, 2 December 2021 by Soham (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Morning Walk -- July 16, 1975, San Francisco

ধর্মাধক্ষ্যঃ আজকাল তারা আসলে তাদের ভুল বুঝতে পেরে, তারা মৃত্যু সন্মন্ধে অধ্যয়ন করছে, মানুষদের মৃত্যুর জন্য আরো প্রস্তুত করার চেষ্টা করছে। কিন্তু তারা লোকদেরকে একটি জিনিসই বলতে পারে, "এটি মেনে নিন।" তারা লোকদেরকে একটি জিনিসই বলতে পারে, "আপনি মরতে যাচ্ছেন। সুতরাং এটিকে শুধু খুশীর সাথে গ্রহণ করুন।"

প্রভুপাদঃ কিন্তু আমি মরতে চাই না। কেন আমি খুশি হব? ওহে বদমাশ, তুমি বলছো, "খুশি থাকো।" (হাসি) "খুশিতে তুমি মরো।" (হাসি) আইনজীবী বলবে, "কিছু মনে করবেন না। আপনি কেসটি হেরে গেছেন। এখন আপনি খুশিতে ফাঁসিতে ঝুলুন।" (হাসি)

ধর্মাধক্ষ্যঃ এটি বাস্তবিক আধুনিক মনোবিজ্ঞানের লক্ষ্য, লোকদেরকে বোঝানো যে তাদেরকে এই জড় জগতে অবশ্যই থাকতে হবে, এবং যদি আপনার এই জড় জগত ছাড়ার ইচ্ছা হয় তখন তারা আপনাকে পাগল বলবে। "না, না। এখন আপনাকে জড় জগতের সাথে আরও ভালোভাবে মানিয়ে নিতে হবে।"

বহুলাশ্বঃ তারা আপনাকে জীবনের হতাশাকে গ্রহণ করতে শিখাবে। তারা তোমাকে শিক্ষা দিবে যে তোমার জীবনের সব হতাশাগুলিকে গ্রহণ করা উচিত।

প্রভুপাদঃ হতাশা কেন? তোমরা বড় বড় বিজ্ঞানী, তোমরা সমাধান করতে পারবে না?

ধর্মাধক্ষ্যঃ তারা সমাধান করতে পারবে না কারণ তাদেরও একই সমস্যা।

প্রভুপাদঃ সেই একই যুক্তি, "তোমরা আনন্দের সাথে ফাঁসিতে ঝুলে যাও, ব্যাস্‌।" যখনই কোন কঠিন বিষয় আসে, তখন তারা হাত তুলে দেয়। আর কতগুলো ফালতু বিষয় নিয়ে জল্পনা-কল্পনা করতে থাকে। এই যা। এটাই তাদের শিক্ষা। শিক্ষার অর্থ হচ্ছে আত্যন্তিক-দুখঃ-নিবৃত্তি, সমস্ত দুঃখের অন্তিম উপায়। এটাই শিক্ষা, এরকম না যে, কিছু দূর এসে বলবে, "এখন আপনি খুশীতে মরতে পারেন।" আর দুখঃ কি? সেটা শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন জন্মমৃত্যুজরাব্যাধিদুঃখদোষানুদর্শনম্‌...(ভ.গী.১৩.৯) এগুলো আপনার দুঃখ, এগুলোকে সমাধান করার চেষ্টা করুন। এবং তারা সাবধানে এগুলোকে এড়িয়ে যেতে চাইছে। তারা জন্ম, মৃত্যু, জরা, ব্যাধিকে কে বন্ধ করতে পারছে না। এবং জন্ম আর মৃত্যুর মাঝে জীবনের এই স্বল্প সময়ে, তারা বড় বড় বাড়ী তৈরী করছে। আর পরবর্তী জন্মে তারা ওই বাড়ীতে একটা ইঁদুর হয়ে আসছে। (হাসি) প্রকৃতি। তুমি প্রকৃতির আইনকে এড়িয়ে যেতে পারবে না। যেমন তুমি মৃত্যুকে এড়াতে পারবেন না, একইভাবে প্রকৃতি তোমাকে আরেকটি দেহ দেবে। এই বিশ্ববিদ্যালয়ে একটি গাছ হয়ে থাক আর পাঁচ হাজার বছরের জন্য দাঁড়িয়ে থাক। তুমি নগ্ন হতে চেয়েছিলে। এখন কেউ তোমাকে কিছু বলবে না, এই নাও, নগ্ন হয়ে এখানে দাঁড়িয়ে থাক।