BN/Prabhupada 0097 - আমি কেবল একজন ডাক পিয়ন

Revision as of 13:29, 2 December 2021 by Soham (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


His Divine Grace Srila Bhaktisiddhanta Sarasvati Gosvami Prabhupada's Appearance Day, Lecture -- Los Angeles, February 7, 1969

যদি এই আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যেতে কঠিন পরিশ্রমের পরেও আমরা লোকদেরকে আকর্ষিত করতে না পারি, তবুও শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হবেন।। আমাদের কাজ হচ্ছে শ্রীকৃষ্ণকে খুশি করা। এটাই ভক্তি। হৃষিকেন হৃষিকেশ-সেবনম্‌ ভক্তির উচ্যতে (চৈ.চ.মধ্য ১৯.১৭০) ভক্তির অর্থ হচ্ছে সকল ইন্দ্রিয়কে শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য নিযুক্ত রাখা। জড় জীবনের অর্থ হচ্ছে তার নিজের ইন্দ্রিয় তৃপ্তি করা। আমি এটা চাই, আমি ওটা চাই, আমি কিছু করতে চাই। আমি কিছু গাইতে চাই অথবা কিছু বলতে চাই, কিছু খেতে চাই অথবা কিছু স্পর্শ করতে চাই, অথবা কিছু আস্বাদন করতে চাই। এইসব কিছু মানে...ইন্দ্রিয় দ্বারা। এটা জড় জীবন। আমি নরম চামড়া স্পর্শ করতে চাই। আমি ভালো খাবার আস্বাদন করতে চাই, আমি এইরকম ঘ্রাণ গ্রহণ করতে চাই, আমি এইরকম ভাবে হাঁটতে চাই।" এইসব জিনিস-হাঁটা,আস্বাদন,স্পর্শ অথবা যা কিছু- সব শ্রীকৃষ্ণের জন্য ব্যবহার করা উচিত। ব্যাস। অন্য কিছুকে স্পর্শ করার পরিবর্তে, আমাদের একজন ভক্তের চরণকমল স্পর্শ করা উচিত। আজেবাজে খাওয়ার পরিবর্তে, আমাদের কৃষ্ণপ্রসাদ খাওয়া উচিত। অন্য কিছুর গন্ধ নেয়ার পরিবর্তে, আমাদের শ্রীকৃষ্ণের চরণে অর্পিত ফুলের গন্ধ নেওয়া উচিত... তাই কোন কিছুই বন্ধ করা হচ্ছে না। যদি তুমি তোমার যৌন জীবনকে ব্যবহার করতে চাও, হ্যাঁ, তাহলে তুমি কৃষ্ণভাবনাময় সন্তান উৎপাদনের জন্য তা ব্যবহার করতে পার। কোন কিছুই বন্ধ করা হয় না। শুধু এটিকে শুদ্ধ করা হয়। ব্যাস। এটিই পুরো কার্যক্রম। এখানে "বন্ধ করার" কোন প্রশ্নই নেই। বন্ধ হতে পারে না। কিভাবে এটি বন্ধ হতে পারে? যেমন ধর আমি একটি মানুষ, যদি কেউ বলে,ওহ আপনি খেতে পারবেন না, এটি কি সম্ভব? আমাকে অবশ্যই খেতে হবে। সেখানে বন্ধের কোন প্রশ্ন নেই। প্রশ্ন হচ্ছে এটি শুদ্ধিকরণের। আর একটা দর্শন হচ্ছে, জোরপূর্বক বন্ধ করা, ওটাকে শুন্য করে দেওয়া, আর তারা বলে সব ইচ্ছা থেকে মুক্ত হয়ে যাও। তাই আমি ইচ্ছা থেকে কিভাবে মুক্ত হতে পারি? ইচ্ছা তো থাকবেই। কিন্তু আমাদের কৃষ্ণের জন্য ইচ্ছা করতে হবে

সুতরাং এটি একটি সুন্দর প্রক্রিয়া। এবং অন্যরা এটাকে খুব গুরুত্ব সহকারে নেয় না বা তারা আমাদের সংঘে আসে না, যদি তুমি এর জন্য চেষ্টা কর, এটি তোমার কর্ত্তব্য। তাহলে শ্রীকৃষ্ণ খুশি হবেন। আমাদের আচার্যরা সন্তুষ্ট হবেন, গুরুমহারাজ সন্তুষ্ট হবেন। আর যস্য প্রসাদাদ ভগবদ ...যদি তারা সন্তুষ্ট হন, তাহলে তোমার কাজ পরিপূর্ণ হবে। অন্যরা সন্তুষ্ট হোক বা না হোক। তোমার জপ দ্বারা কিছু লোক সন্তুষ্ট - না, আমরা এসবে উদ্বিগ্ন নই। তিনি সন্তুষ্ট হতে পারে কিংবা নাও পারে। কিন্তু যদি আমরা সঠিকভাবে জপ করতে পারি, তাহলে আমাদের আচার্যরা সন্তুষ্ট হবেন। এতেই আমাদের কাজ শেষ, যদি আমরা নিজস্ব উপায় উদ্ভাবন না করি। তাই আমি খুব খুশি যে শ্রীকৃষ্ণ আমাকে সাহায্য করার জন্য অনেক সুন্দর সুন্দর ছেলে মেয়েকে পাঠিয়েছেন। শ্রীকৃষ্ণের আর্শীবাদ তোমাদের সাথে থাকুক। এখানে কিছুই আমার না। আমি কেবল এক ডাকপিয়ন মাত্র। আমি আমার গুরু মহারাজের কাছ থেকে যা শুনেছি তা তোমাদের কাছে প্রদান করছি। তুমি যদি শুধু একই উপায়ে কাজ কর, তাহলে তুমি সুখী হবে, আর এই পৃথিবী সুখী হবে এবং শ্রীকৃষ্ণ সুখী হবেন, এভাবে সমস্ত কিছু..