BN/Prabhupada 0169 - কৃষ্ণকে দেখতে অসুবিধা কোথায়

Revision as of 02:17, 4 December 2021 by Soham (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 4.24 -- August 4, 1976, New Mayapur (French farm)

যোগেশ্বরঃ তিনি এখন বলছেন, কারণ আমরা এখনও কৃষ্ণকে পরম পুরুষকে দেখার জন্য এত উন্নত হই নি, কিভাবে তাকে চিন্তা করা উচিত?

প্রভুপাদঃ আপনারা কি মন্দিরে কৃষ্ণকে দেখেন না? (হাসি) আমরা কি কিছু অস্পষ্ট উপাসনা করছি? আপনাকে কৃষ্ণকে দেখতে হবে যেমনভাবে কৃষ্ণ বলেছেন, বর্তমান পর্যায়ে ... ঠিক যেমন কৃষ্ণ বলেছেন রসোহহমপ্সু কৌন্তেয় (ভ.গী.৭.৮) কৃষ্ণ বলেছেন "আমি জলের স্বাদ।" আপনি জলের স্বাদের মধ্যে কৃষ্ণকে দেখুন। যেটা আপনাকে উন্নত করবে। বিভিন্ন পর্যায় অনুযায়ী ... কৃষ্ণ বলেছেন "আমি জলের স্বাদ।" তাই যখন আপনি জল পান করেন, কেন আপনি কৃষ্ণকে দেখতে পান না। "ওহ, এই স্বাদ হচ্ছে কৃষ্ণ। রসোহহমপ্সু কৌন্তেয় প্রভাস্মি শশিসূর্যয়োঃ। যখন আপনি সূর্যের আলো, চন্দ্রের আলো দেখতে পাবেন, কৃষ্ণ বলেছেন, "আমি সূর্যের আলো, আমি চাঁদের আলো।" তাই যেই মাত্র আপনি সকালে সূর্যোদয় দেখতে পাবেন, আপনি কৃষ্ণকে দেখবেন। যখনই আপনি রাতে চন্দ্রের আলো দেখতে পাবেন, আপনি কৃষ্ণকে দেখবেন।

প্রণব সর্ব বেদেষু। কোন বৈদিক মন্ত্রকে উচ্চারণ করা হয়, ওঁ তদ বিষ্ণু পর, এই ওঁকার হচ্ছে কৃষ্ণ। "পুরুষং বিষ্ণু"।এবং অসাধারণভাবে কেউ কিছু করলে সেটা কৃষ্ণ। সুতরাং আপনাকে কৃষ্ণকে এই ভাবে দেখতে হবে। তারপর, ধীরে ধীরে, আপনি দেখতে পাবেন; কৃষ্ণ নিজেকে প্রকাশ করবেন, আপনি দেখতে পাবেন। কিন্তু কৃষ্ণ হিসাবে স্বাদ গ্রহণ এবং ব্যক্তিগতভাবে কৃষ্ণকে দেখতে পারার মধ্যে কোন পার্থক্য নেই; এখানে কোন পার্থক্য নেই। সুতরাং, আপনার বর্তমান অবস্থান অনুযায়ী, আপনি কৃষ্ণকে দেখুন। তারপর আপনি ধীরে ধীরে তাকে দেখতে পাবেন। যদি আপনি এখনই কৃষ্ণের রাসলীলা দেখতে চান সেটি সম্ভব নয়। আপনাকে দেখতে হবে ... যেইমাত্র সেখানে তাপ আছে, আপনাকে জানতে হবে অগ্নি সেখানে আছে। যেইমাত্র ধোঁয়া আছে, আপনাকে জানতে হবে আগুন আছে , যদিও আপনি সরাসরি আগুন দেখেন না। কিন্তু আমরা বুঝতে পারি, কারণ বরফ, এহ, ধোঁয়া আছে, সেখানে আগুন থাকবে। সুতরাং, এইভাবে, শুরুতে, আপনাকে কৃষ্ণকে উপলব্ধি করতে হবে। যে সপ্তম অধ্যায়ে বলা হয়। খুঁজে বের কর।

রসোহহমপ্সু কৌন্তেয়
প্রভাস্মি শশিসূর্যয়োঃ
প্রণবঃ সর্ববেদেষু
(ভ.গী.৭.৮)

জয়তীর্থ: সাত ও আট: হে কুন্তীপুত্র, অর্জুন, আমি জলের মধ্যে স্বাদ, সূর্য ও চন্দ্রের আলো, বৈদিক মন্ত্রের মধ্যে ওঁ অক্ষর; বায়ুর মধ্যে আমি শব্দ এবং মানুষের পৌরুষ।

প্রভুপাদঃ সুতরাং এই ভাবে কৃষ্ণকে দেখুন। অসুবিধা কোথায়? কে এই প্রশ্ন জিজ্ঞাসা করছে? কৃষ্ণকে দেখতে অসুবিধা কোথায়? কোন সমস্যা আছে? কৃষ্ণকে দেখুন। মন্মনা ভব মদ ভক্তো, কৃষ্ণ বলেছেনঃ সর্বদা আমাকে চিন্তা কর। সুতরাং, যেইমাত্র আপনি জল পান করবেন, অবিলম্বে স্বাদ এবং বলুন 'আহ, এখানে কৃষ্ণ; মন্মনা ভব মদ ভক্তো। অসুবিধা কোথায়? কোন অসুবিধা নেই সবকিছু সেখানে আছে। উহ? অসুবিধাটা কি?

অভিনন্দঃ আমরা কি স্মরণ করতে চাই যে কৃষ্ণই ভগবান?

প্রভুপাদঃ তুমি তার সম্পর্কে কি চিন্তা কর? (সবাই হাসছে) সাত কাণ্ড রামায়ণ পড়ে সীতা কার বাবা। সমস্ত রামায়ণ পরে সে জিজ্ঞাসা করছে সীতা কার বাবা? (হাসি) সীতা কার পিতা? (জোরে হাসি) তোমার প্রশ্নটা এইরকম (আরও হাসি)

অভিনন্দঃ কারণ গত বছর, মায়াপুরে, শ্রীল প্রভুপাদ আপনি আমাদের বলেছিলেন যে কৃষ্ণ যে ভগবান তা আমাদের ভোলা উচিত নয়, আপনি এটা অনেক বার বলেছেন।

প্রভুপাদঃ হ্যাঁ তাহলে তুমি ভুলে যাচ্ছ কেন? (ভক্তরা হাসছে) এটা কী?

ভক্ত: যদি একজন ভক্তের ভক্তিমূলক সেবা পথ থেকে অধঃপতন হয় ,

চরণাম্বুজ জয়ন্তকৃৎ-কে বলছেঃ তোমাকে এই সকল বিষয় অনুবাদ করা উচিত।

ভক্তঃ তিনি কি কখনও ভাগবতে বর্ণিত যে নরক আছে, সেখানে যেতে পারেন?

প্রভুপাদঃ ভক্ত কখনও অধঃপতিত হন না। (আরো হাসি)

ভক্তরাঃ জয়! জয় শ্রীল প্রভুপদা!