BN/661217 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক

Revision as of 00:18, 1 December 2020 by Vanibot (talk | contribs) (Vanibot #0025: NectarDropsConnector - add new navigation bars (prev/next))
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"জড়জাগতিক সৃষ্টি সম্পর্কে বলতে গেলে ভগবানের মায়া শক্তির প্রভাবে তিনি এই জড়জগত সৃষ্টি করেন এবং তার মধ্যে তিনি অসংখ্য অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন। সুতরাং কারো এটা মনে করা উচিত নয় যে জড় জগত শূন্য থেকে এসেছে । না। সমস্ত বৈদিক শাস্ত্রে এটি সুনিশ্চিত করা হয়েছে বিশেষ করে ব্রহ্মসংহিতায় এবং শ্রীমদভগবদগীতাতেও এটি বলা হয়েছে ' ময়াধ্যক্ষেন প্রকৃতিঃ সূয়তে সচরাচরম( শ্রীমদ্ভগবতগীতা ৯.১০)(BG 9.10)। সুতরাং জড়াপ্রকৃতি স্বাধীন নয়। এটি একটি ভ্রান্ত ধারণা যে জড়জগত নিজে নিজেই ক্রিয়াশীল হতে পারে। জড়ের ক্রিয়াশীল হওয়ার কোন ক্ষমতা নেই। এটি একটি জড়-রূপ । জড়- রূপ মানে এর কোন চলৎশক্তি নেই। অথবা যাকে বলে কর্মক্ষমতা । জড়ের কোন কর্মক্ষমতা নেই। কাজেই জড়াপ্রকৃতি পরম পুরুষোত্তম ভগবানের নির্দেশনা ছাড়া এমনিতেই প্রকাশিত হতে পারে না।"
৬৬১২১৭ - প্রবচন চৈ. চৈ মধ্য ২০।২৫৫-২৮১ - নিউ ইয়র্ক