BN/661218 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"ব্রহ্মার এক দিন মানে হচ্ছে ৪,৩০০,০০০ গুন ১০০০। সেটি হচ্ছে ব্রহ্মার বারো ঘণ্টা । তেমনিভাবেই , চব্বিশ ঘণ্টায় ,এক দিন। এখন এক দিন, এক বছর , একশো বছর গুনুন। তো ব্রহ্মার একশো বছর হচ্ছে মহা-বিষ্ণুর একবার নিশ্বাস প্রশ্বাস নেওয়ার সময় , যেমন আমরা নিঃশ্বাস প্রশ্বাস নেই , একবার নিশ্বাস নেই , একবার ছাড়ি। তো এই নিশ্বাস প্রশ্বাস নেওয়ার সময় , যখন শ্বাস ছেড়ে দিচ্ছেন , তখন সমস্ত ব্রহ্মাণ্ড তৈরি হচ্ছে, আর যখন শ্বাস নিচ্ছেন , তখন সব বন্ধ হয়ে যাচ্ছে , বিবরণ বন্ধ। তো এইভাবেই চলছে। তেমন মহা-বিষ্ণু একটি অংশ। শ্রীকৃষ্ণের সৃষ্টির এক-চতুর্থাংশ। "
৬৬১২১৮ - প্রবচন চৈতন্য চরিতামৃত মাধ্যলীলা ২০ .২৮১ -২৯৩ - নিউ ইয়র্ক