BN/670102c প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক

Revision as of 06:07, 13 February 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0025: NectarDropsConnector - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
প্রকৃতপক্ষে আপনি এটি দেখতে পারেন, সেই বৃন্দাবন ধাম , সেই জায়গাটি একটি ছোট জায়গা, প্রায় চুরাশি মাইল এলাকা , তবে যে কোনও ব্যক্তি , তবে সে নাস্তিক হতে পারে, এবং অর্থহীন হতে পারে, যদি সে বৃন্দাবনে যায় তবে সে কৃষ্ণের উপস্থিতি অনুভব করবে। তবুও। তবুও, কেবল সেখানে গিয়ে তিনি একবারে নিজের মন পরিবর্তন করেনেবে যে "এখানে ভগবান আছেন।" সে তা মেনে নেবে। তবুও।আপনারা যদি চান, ভারতে যেতে পারেন এবং দেখতে পারেন , একটি পরীক্ষা করতে পারেন। সুতরাং, যদিও বৃন্দাবন একটি... ব্যক্তিত্ববাদী'র জায়গা , এখন ভারতের সমস্ত নৈর্ব্যক্তিক স্কুল ,তারা বৃন্দাবনে তাদের আশ্রম তৈরি করছে।যেহেতু তারা কোথাও ভগবৎ অনুভূতি অর্জন করতে ব্যর্থ হয়েছে, তারা বৃন্দাবন আসছে । এটি এতই সুন্দর জায়গা ।

- ৬৭০১০২ - চৈতন্যচরিতামৃত মধ্যলীলা ২০.৩৯১-৪০৫ বক্তৃত - নিউ ইয়র্ক

670102 - প্রবচন CC Madhya 20.391-405 - নিউ ইয়র্ক