BN/680709b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মন্ট্রিয়াল

Revision as of 05:00, 9 August 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0025: NectarDropsConnector - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"কাউকে উচ্ছ শিক্ষিত বা খুব ধনী বা খুব বিখ্যাত হতে হবেনা। না। যেকেউ । যেকেউ। কেবল ভগবানের দেওয়া এই জিহ্বা দিয়ে, আমাদের উচ্চারণ করতে হবে। হরে কৃষ্ণ জপ করো, আর ফল দেখো। আমি আমাদের একজন ছাত্রের কথা ভাবছি, শ্রীমান হয়গ্রীব ব্রহ্মচারী, তিনি নিজের খুব সুন্দর উপল্বদ্ধি দিতে পারবেন, যখন তিনি প্রথমবার এই ক্লাসে এসেছিলেন এবং হরে কৃষ্ণ জপ করেছিলেন, তিনি কেমন অনুভব করেছিলেন। এরম কত দৃষ্টান্ত আছে। তো, আমাদের আপনাদের কাছে একমাত্র আবেদন, সারা বিশ্বের সকলে, তারা বিভিন্নরকম সমস্যায় জর্জরিত। সুতরাং আমরা বলছি এটা একমাত্র উপায়। কোন পয়সা, কোন কর, কিছু নেই, আমি বলতে চাইছি, পূর্বের কোন যোগ্যতা লাগবেনা। কেবল হরে কৃষ্ণ জপ করো, এটাই আমাদের প্রচার।"

৬৮০৭০৯ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০৭.০৯.১০ - মন্ট্রিয়াল