BN/690314 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু হাওয়াই

Revision as of 05:05, 9 August 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0025: NectarDropsConnector - add new navigation bars (prev/next))
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তো চিৎজগৎ জড়জগতের থেকে ভিন্ন। আধ্যাতিক ভাবে তা আলাদা। আধ্যাত্মিকভাবে আমরা এখন বুঝতে পারবনা, কারণ আমরা মায়াচ্ছন্ন। কিন্তু আমরা সঠিক উৎস থেকে জানতে পারি, কৃতিত্ব উৎস, যে শ্রীকৃষ্ণ সর্বত্র বিরাজমান, যদিও সে তার ধামে অনেক অনেক দূরে অবস্থিত, এই জড়জগতের থেকে অনেক দূরে। সুতরাং আমি কেবল এই জড়জগতের বর্ণনা করেছি, আমরা সীমানায় পৌঁছতে পারবনা, আর এই আকাশের ওপারে চিৎজগতে যাওয়া তো দূরের কথা। আধ্যাত্মিকভাবে তা সম্ভব। তো এই কৃষ্ণভাবনামৃত আন্দোলন এক আধ্যাত্মিক আন্দোলন; এটা কোন জাগতিক আন্দোলন নয়।"
৬৯০৩১৪ - প্রবচন - হাওয়াই