BN/690311 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু হাওয়াই

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তো বৈষ্ণব সে বিনম্র। সে গর্বিত নয়, কারণ....(বিরতি).... যদিও তার অনেক ধন থাকতে পারে, ভাল গুন্, খুব ভাল, সে মানে করে যে, 'এই সবকিছু শ্রীকৃষ্ণের'। আমি তার দাস। আমার গুণগুলি দিয়ে আমি তার সেবা করবার সুযোগ পেয়েছি।' যদি আমি উচ্চশিক্ষিত হই, যদি আমার ভাল জ্ঞান থাকে, যদি আমি বড় দার্শনিক, বৈজ্ঞানিক হই- যদি আমি শ্রীকৃষ্ণের সেবায় তা নিয়োজিত না করি, তাহলে স্বাবাভিক ভাবেই আমি মিথ্যে অহংকারী হয়ে যাব, এবং সেটাই আমার পতনের কারণ হবে।"
৬৯০৩১১ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০৭.০৯.১০ - হাওয়াই