BN/700220b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"শ্রীভগবান এবং জীবের মধ্যে পার্থক্য হলো চেতনার পরিমান।আমাদের চেতনা সীমিত আর কৃষ্ণর চেতনা অসীম বোধাতীত।তাই আমরা আমাদের পূর্ব জন্মের কথা ভুলে যেতে পারি কিন্তু কৃষ্ণ ভোলেনা। কৃষ্ণ আমাদের প্রত্যেকটা কর্মের হিসাব রাখে। তিনি আমাদের হৃদয় বিরাজমান। ঈশ্বরাঃ সর্বভূতানাম হ্রদ-দেশে অর্জুনা তিষ্ঠাতি(শ্রীমদ্ভগবতগীতা ১৮।৬১ ) উনি হিসাব রাখছেন। তুমি কিছু করতে চাও। কৃষ্ণ বলেন " ঠিক আছে ""করো সেটা "। তুমি বাঘ হতে চাও? কৃষ্ণ বলেন "ঠিক আছে "" তুমি বাঘ হয়ে অন্য পশুদের শিকার করো এবং তাজা রক্ত পান করো তোমার ইদ্রিয়গুলিকে পরিতৃপ্ত করো "। কৃষ্ণ তোমায় সুযোগ প্রদান করেন।একইভাবে যদি তুমি কৃষ্ণভাবনাভাবিত হতে চাও,কৃষ্ণ সচেতন হতে চাও, ভগবানের সাথে আনন্দ উপভোগ করতে চাও, তবে ভগবান তোমায় সেই সুবিধা দেবেন। সবরকম সুবিধা ভগবান তোমায় দেবেন। যদি তুমি কিছু হতে চাও, কৃষ্ণ তোমায় তা হওয়ার পূর্ন সুবিধা দেবেন। যদি তুমি ভগবান কে ভুলতে চাও, তবে তিনি তোমায় পর্যাপ্ত বুদ্ধি দেবেন যাতে তুমি ভগবানকে চিরকালের জন্য ভুলতে পারো।আর যদি তুমি ভগবানের সঙ্গ লাভ করতে চাও, তিনি তোমাকে তারও সুযোগ দেবেন,ব্যক্তিগত সঙ্গ লাভের সুযোগ দেবেন, যেমন ব্রজগোপিকা এবং গোপবালকেরা ভগবানের সাথে খেলাধুলা করতেন।
৭০০২২০ - প্রবচন সন্ন্যাস দীক্ষা - লস্‌ এঞ্জেলেস্‌