BN/700512c প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তো আমাদের এই কৃষ্ণ ভাবনামৃত খুব গভীরভাবে অনুশীলন করা উচিত, কোনো নড়চড় ছাড়া, অতন্ত্য গভীর ভাবে। আমাদের কখনোই তাচ্ছিল্য হওয়া উচিত নয়, যে এটা কোনো ফ্যাশন বা কিছু ধার্য করা হয়েছে, তা নয়। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্য । মানুষ্য জীবন কেবল কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠবার জন্যই । আর অন্য কোনো কাজ নেই। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এতো অন্য প্রবৃত্তি সৃষ্টি করেছি যে আমরা কৃষ্ণ ভাবনামৃত ভুলে গেছি। একেই বলে মায়া।"
৭০০৫১২- প্রবচন ঈশোপনিষদ ০৮ - লস্‌ এঞ্জেলেস্‌