BN/720118 কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু জয়পুর

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
একজন সাধু ব্যক্তির দায়িত্ব প্রজাদের বা নাগরিকদের উদ্ধার করা যাতে তারা জাগতিক এবং পারমার্থিকভাবে সুখী হতে পারে। এটিই সাধু ব্যক্তির প্রধান দায়িত্ব। "হিমালয়ে গিয়ে ধ্যান করে মুক্তি লাভ করা"-এটা সাধু ব্যক্তির কাজ নয়। এই ধরনের ব্যক্তি সাধু ব্যক্তি হতে পারে না। সাধু ব্যক্তি মানে তিনি জনগণের মঙ্গলের কথা ভাববেন যা প্রকৃত জনকল্যাণ। প্রকৃত জনকল্যাণ মানে সমাজের সকল নাগরিক কৃষ্ণভাবনায় ভাবিত হবে, যার ফলে তারা জাগতিক এবং পারমার্থিকভাবে সুখী হবে। আমার কথা হচ্ছে আমাদের কৃষ্ণভাবনামৃতের যে আন্দোলন তা কখনোই স্বার্থপর আন্দোলন নয়। এই আন্দোলন লোকহিতকর আন্দোলন। কিন্তু কিছু মানুষ লোকহিতকর আন্দোলনের নামে টাকা জোগাড় করে এবং জীবিকা চালায়, কারণ তারা প্রকৃত সাধু ব্যক্তি নয়।
৭২০১১৮- কথোপকথন - জয়পুর