BN/720220 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বিশাখাপত্তন

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"যে আত্মা ব্রহ্মকে উপলব্ধি করেছে, সে কোন হাপিত্যেশ করে না, বিলাপও করে না। যতক্ষণ আমরা এই দেহাত্ম বুদ্ধির স্তরে আছি, আমরা হাপিত্যেশ এবং বিলাপ করবো। আমরা সেই জিনিস গুলোর জন্য হাপিত্যেশ করি যেগুলোর আমাদের নয়, এবং বিলাপ করি যেগুলো আমরা হারায় তার জন্য। দু ধরণের ব্যবসা আছে : জড়জাগতিক মুনাফা অথবা ক্ষতি লাভ করা। এটি হলো দেহাত্ম বুদ্ধির স্তর। কিন্তু যখন তুমি আধ্যাত্মিক স্তরে, সেখানে লাভ ক্ষতির কোন ব্যাপার নেই। পুরো ভারসাম্য। তো, ব্রহ্মা ভুতাহ প্রসন্ন্যাত্মা না শোচতি না কাংসাতি, সামাহ সার্বেষু ভূতেষু। কারণ তার আর কোন হাপিত্যেশ এবং বিলাপ নেই, সেখানে আর কোন শত্রু নেই। কারণ যদি শত্রু থাকে তালে বিলাপ থাকবে, কিন্তু যদি কোন শত্রু না থাকে তালে সমাঃ সার্বেষু ভূতেষু মদ-ভক্তিম লাভাতে পরম। সেটাই হলো আধ্যাত্মিক কার্যক্রম। "
৭২০২২০ - প্রবচন শ্রীমদ ভগবদ ০১ .০২ .০৫ - বিশাখাপত্তন