"ব্রাহ্মণ উপলব্ধি করা আত্মার কাছে, তার আর কোন আকাঙ্ক্ষা নেই, না কোন শোক । যতক্ষণ আমরা শারীরিক স্তরে আছি, আমরা আকাঙ্ক্ষা এবং শোক করছি । আমরা আকাঙ্ক্ষা করছি সেইসব বস্তুর জন্য যেগুলির অধিকারী আমরা নই, আর আমরা শোক করছি সেইসব বস্তুর জন্য যেগুলি আমরা হারিয়েছি । দুটি ব্যবসা আছে: কিছু বস্তুগত মুনাফা লাভ করা বা সেটি হারানো । এটি শারীরিক স্তর । কিন্তু যখন তুমি আধ্যাত্মিক স্তরে আসবে, তখন ক্ষতি এবং লাভের আর কোন প্রশ্নই থাকে না । সমতা । সুতরাং ব্রহ্মভূতঃ প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি , সমঃ সর্বেষু ভূতেষু । যেহেতু তার আর কোনো আকাঙ্ক্ষা এবং শোক নেই, তাই তার কোন শত্রু নেই । কারণ যদি শত্রু থাকে, তাহলে সেখানে শোক আছে, কিন্তু যদি শত্রু না থাকে, তাহলে সমঃ সর্বেষু ভূতেষু মদ্ভক্তিং লভতে পরাম্ । সেটিই হচ্ছে আধ্যাত্মিক ক্রিয়াকলাপের শুরু, ভক্তি ।"
|