BN/730907 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু স্টকহোম

Revision as of 05:26, 21 August 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0025: NectarDropsConnector - add new navigation bars (prev/next))
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"এই জড় শরীরটি আমার আচ্ছাদন, যেমন শার্ট এবং কোর্ট । তাই ...এখন আমি বিদ্যমান। কোন না কোনভাবে, আমি এই জড়দেহে আবদ্ধ ছিলাম, কিন্তু আমি চিন্ময় আত্মা। এটি আধ্যাত্মিক শক্তি। এবং যেহেতু এই জড় জগত জড় উপাদান দিয়ে তৈরি, তেমনি আরেকটি জগৎ আছে, সেই তথ্য আপনি ভগবদ্গী্তা থেকে পেতে পারেন,পরস্তস্মাতু ভাবোহন্যোহব্যক্তহব্যক্তাৎ সনাতনঃ (শ্রীমদ্ভগবদ্গীতা ৮/২০)। আরেকটি প্রকৃতি আছে, প্রকৃতির আরেকটি প্রকাশ, তা হল আধ্যাত্মিক। পার্থক্য কি? পার্থক্য হল যখন এই বস্তুগত পৃথিবী ধ্বংস হবে, সেটাই থাকবে। ঠিক যেমন আমি চিন্ময় আত্মা। যখন এই দেহটি ধ্বংস হয়ে যায়, তখন আমি বিনষ্ট হই না,ন হন্যতে হন্যমানে শরীরে (শ্রীমদ্ভগবদ্গীতা ২/২০)। এই দেহ ধ্বংসের পর আত্মা ধ্বংস হয় না। আত্মা সূক্ষ্ম দেহে থাকে: মন, বুদ্ধি এবং অহং। তাই সেই মন, বুদ্ধি এবং অহং তাকে অন্য জড় দেহে নিয়ে যায়। একে বলা হয় আত্মার স্থানান্তর।
৭৩০৯০৭ - প্রবচন শ্রীমদ্ভগবদ্গীতা ১৩/০১ উপসালা বিশ্ববিদ্যালয় অনুষদ - স্টকহোম