BN/731201 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

Revision as of 05:20, 13 August 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0025: NectarDropsConnector - add new navigation bars (prev/next))
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তদ্ভূদসদীশ রিক্তং (শ্রীমৎভাগবত ০১/১৫/২১) সবকিছুই অকার্যকর হবে যদি ভগবান না থাকেন। এটাই শেষ। আধুনিক সভ্যতা সবকিছু পেয়েছে, কিন্তু ভগবান সম্বন্ধে চেতনা ছাড়া,যা যেকোনো...,যেকোনো যে কোনও মুহূর্তে শেষ হয়ে যাবে। এর লক্ষণ আছে।যে কোনো মুহূর্তে। বর্তমান সময়, এই ঈশ্বরবিহীন সভ্যতা যুদ্ধ ঘোষণার সাথে সাথেই আমেরিকা পরমাণু বোমা ফেলার জন্য প্রস্তুত ;রাশিয়া হল... প্রথম জাতি যারা পরমাণু বোমা ফেলবে,সে বিজয়ী হবে অন্য কেউ বিজয়ী হবে না,কারণ তারা দুজনেই নামতে প্রস্তুত। আমেরিকা শেষ হবে এবং রাশিয়া শেষ হবে। এটাই অবস্থা।তাই আপনি সভ্যতার অগ্রগতি, বৈজ্ঞানিক উন্নতি, অর্থনৈতিক উন্নয়ন করতে পারেন, কিন্তু যদি এটি ঈশ্বর চেতনাবিহীন হয়, যেকোনো মুহূর্তে এটি ধ্বংস হয়ে যাবে। যেকোনো মুহূর্তে।"
৭৩১২০১ - প্রবচন শ্রীমৎভাগবত ০১/১৫/২১ - লস্‌ এঞ্জেলেস্‌