"এখানে, মানুষ,অজ্ঞতার বশে তারা কাম, লালসা, লোভ,মোহ,ক্রোধের সেবা করছে এমন অনেক কিছুই তারা সেবা করে চলেছে।তারা সেবা করছে। একজন মানুষ কাম, কামনা বাসনার দ্বারা অন্য শরীরকে হত্যা করছে। অথবা বিভ্রম দ্বারা।অন্য অনেক কারণ রয়েছে। তাই আমরা সেবা করছি। এই ব্যাপারে কোন সন্দেহ নেই।আমরা সেবা করছি। কিন্তু আমরা আমাদের কাম, ক্রোধ, লোভ,মোহ, মৎস্যার্য এর সেবা করছি--- কামনা, ইচ্ছা, লোভ, ইত্যাদি। এখন আমাদের জানতে হবে যে আমরা অনেক কিছুরই সেবা করে হতাশ হয়েছি। এখন আমাদের সেই সেবা মনোভাবকে কৃষ্ণের দিকে ফিরিয়ে দিতে হবে যা হল কৃষ্ণের উদ্দেশ্য।সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম্ শরণং ব্রজ (শ্রীমদ্ভগবদ্গীতা ১৮/৬৬): "আপনি সেবা করছেন।আপনি সেবা থেকে মুক্ত হতে পারবেন না।কিন্তু আপনার সেবা ভুল জায়গায় হচ্ছে। অতএব আপনি শুধু আপনার সেবা আমার কাছে দিন ।তাহলে আপনি সুখী হবেন।"এটিই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন।"
|