BN/740601 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু জেনেভা

Revision as of 23:01, 12 July 2020 by Vanibot (talk | contribs) (Vanibot #0025: NectarDropsConnector - add new navigation bars (prev/next))
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"সাধারণ মানুষেরা পবিত্র স্থানগুলোতে তীর্থ পর্যটনে যায় এবং সেখানে তাদের পাপকর্মের ফল রেখে আসে। এটা হচ্ছে তাদের তীর্থ যাত্রার উদ্দেশ্য। আমি সারাজীবন ধরে যেসব পাপকর্ম করেছি এখন সেগুলো এখানে ত্যাগ করছি, এখন আমি পবিত্র হলাম।" এটা সত্যি। একজন পবিত্র হয়ে উঠে। কিন্তু সাধারণ মানুষ জানেনা কীভাবে পবিত্র জীবন ধরে রাখতে হয়। তাই সে বাড়ি ফিরে গিয়ে আবারো পাপকর্ম আরম্ভ করে এবং আবারো কখনো তীর্থস্থানে যায়...ঠিক যেমন তোমাদের খ্রিষ্টান গির্জাগুলোতে, তারা প্রতি সপ্তাহে গির্জায় যায় এবং তারা এটাকে কি বলে, প্রায়শ্চিত্ত। সুতরাং এই ধরণের উদ্দেশ্য ভালো নয়। একবার পবিত্র হয়েছ। পবিত্র থাক। এইভাবে যখন সাধারণ মানুষের পাপকর্ম দ্বারা তীর্থস্থান গুলো পূর্ণ হয়ে উঠে, তখন একজন সাধু ব্যক্তি সেখানে গিয়ে তীর্থগুলোকে পুনরায় পবিত্র করেন।"
৭৪০৬০১ - শ্রীমদ্ভাগবতম প্রবচন ০১.১৩.১০ - জেনেভা