BN/750730 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু ডালাস

Revision as of 23:04, 20 August 2020 by Vanibot (talk | contribs) (Vanibot #0025: NectarDropsConnector - add new navigation bars (prev/next))
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"সুতরাং চিন্ময় আত্মা, জীবাত্মা হচ্ছে শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। তাই পূর্ণের সাথে যুক্ত থাকা তার দায়িত্ব। ঠিক যেমন একটা ক্ষুদ্র যন্ত্রাংশের মতো। একটি টাইপ রাইটার মেশিনের স্ক্রু, এটা যদি সম্পূর্ণ যন্ত্রটির সাথে যুক্ত থাকে, তাহলে এটির গুরুত্ব আছে। কিন্তু এটি যদি যন্ত্রটিকে ত্যাগ করে তাহলে এর কোন মূল্য নেই। এই ছোট স্ক্রুটিকে কে দাম দিবে? কিন্তু যন্ত্রটির জন্য যখন একটি স্ক্রুর প্রয়োজন হয়, তখনি তুমি এটিকে কিনতে যাও, তারা হয়ত এর দাম পাঁচ ডলার রাখবে। কেন? যখনই এটিকে যন্ত্রটির সঙ্গে যুক্ত করা হয়, তখন এটির গুরুত্ব আছে। এরকম বহু উদাহরণ আছে। ঠিক যেমন আগুনের স্ফুলিঙ্গ। যখন আগুন জ্বলতে থাকে তখন তুমি এর মধ্যে ছোট ছোট স্ফুলিঙ্গ 'ফুট' 'ফুট' দেখতে পাবে। এটি খুব সুন্দর। এটি সুন্দর কারণ তা আগুনের সাথে যুক্ত আছে। যখনই এটি আগুন থেকে নিচে পরে যায়, তখনই আর তার কোন মূল্য থাকেনা। কেউ আর এটিকে পরোয়া করে না। এটি শেষ হয়ে যায়। একইভাবে যতক্ষণ আমরা শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশরূপে তাঁর সঙ্গে যুক্ত আছি, ততক্ষণই আমাদের মূল্য আছে। যখনই আমরা শ্রীকৃষ্ণের সংস্পর্শের বাইরে চলে যাব তখন আমাদের আর কোন মূল্য থাকবে না। আমাদেরকে এটা বুঝতে হবে।"
৭৫০৭৩০ - শ্রীমদ্ভাগবত প্রবচন ০৬.০১.৪৮ - ডালাস