BN/751014 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু জোহানেসবার্গ

Revision as of 06:07, 1 February 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0025: NectarDropsConnector - add new navigation bars (prev/next))
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"আবার আমার মৃত্যু কালে আমি যখন আমার পরিস্থিতির কথা চিন্তা করি

য়ং য়ং ব্যাপী স্মরণ ভবম ত্যজাতি অন্তে কলে-ভরম (ভগবদ্গীতা ৮। ৬ ) সূক্ষ্ম দেহ মন , বুদ্ধি এবং অহংকার এরা ধ্বংস হয়না। ভূমি , জল , বায়ু , অগ্নি দিয়ে তৈরি স্থূল দেহ বিনাশ প্রাপ্ত হয় । ঠিক গন্ধের মতো , বাতাস গন্ধ বয়ে নিয়ে যায়। যদি তা সুন্দর গোলাপের বাগানে বয়ে চলে তাহলে তা গোলাপের গন্ধ বহন করবে। তেমন , এই জীবনে আমার কৃত কর্ম মৃত্যুর সময় সূক্ষ্ম দেহের দ্বারা আরেকটি স্থূল দেহে চলে যাবে। সুতরাং এই স্থূল দেহ ৮৪০০০০০ এর মধ্যে একটি হতে পারে। ৮৪০০০০০ প্রকার দেহ রয়েছে। এবং প্রকৃতির নিয়মের দ্বারা আমাকে যেকোনো একটিতে প্রবেশ করতে হবে। সে জন্যে তুমি এতো প্রকার প্রাণী দেখতে পাও। তো এই ভক্তি যোগ হল যে কি করে বিভিন্ন দেহে প্রত্যাবর্তন করা থেকে মুক্তি পাওয়া যায়। তাকেই বলে ভক্তি যোগ।"

৭৫১০১৪ - প্রবচন - জোহানেসবার্গ