BN/Prabhupada 0025 - যদি আমরা খাঁটি জিনিস দেই, এটা কাজ করবে

The printable version is no longer supported and may have rendering errors. Please update your browser bookmarks and please use the default browser print function instead.


Conversation with Yogi Amrit Desai of Kripalu Ashram (PA USA) -- January 2, 1977, Bombay

যোগী অমৃত দেশাই : আপনার প্রতি আমার খুব ভালোবাসা আছে তাই আমি বলেছিলাম যে আমি অবশ্যই আপনার দর্শন করতে আসব।

শ্রীল প্রভুপাদ : আপনাকে ধন্যবাদ।

যোগী অমৃত দেশাই: আমি ভক্তদের বলছিলাম। আমি বলছিলাম যে আপনি...

শ্রীল প্রভুপাদ : আপনি কি ডাক্তার মিশ্রের সাথে রয়েছেন?

যোগী অমৃত দেশাই: না, না। আমি এখানকার সব ভক্তদের বলছিলাম। আমি বলেছিলাম, শ্রীল প্রভুপাদই হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি পাশ্চাত্য দেশে ভক্তি নিয়ে গিয়েছেন যেখানে এটি সবচেয়ে বেশি প্রয়োজন । কারণ ওখানে সবসময়ই তারা কিছু না কিছু ভাবছে আর ভাবছেই। এই প্রেমের পথ অত্যন্ত গভীর।

শ্রীল প্রভুপাদ : দেখুন, যদি আপনি সত্যিকারের খাঁটি জিনিস উপস্থাপন করেন,

যোগী অমৃত দেশাই : অত্যন্ত খাঁটি।

শ্রীল প্রভুপাদ : এটা উপলব্ধি করা যাবে।

যোগী অমৃত দেশাই: এই জন্যই এই সংস্থার এতো সুন্দর বৃদ্ধি হচ্ছে। কারণ এটি খাঁটি।

শ্রীল প্রভুপাদ : এবং তাদেরকে খাঁটি জিনিস দেয়াটা ভারতীয়দের কর্তব্য। সেটি হচ্ছে পরোপকার। আমার আগে সব স্বামী আর যোগীরা ওখানে লোকদের ঠকাতে গিয়েছিল।

যোগী অমৃত দেশাই : না। তারা সত্যি জিনিসটা দিতে ভয় পেয়েছিল কারণ তাদের ভয় ছিল যে তারা হয়তো সেটি গ্রহণ করবে না।

শ্রীল প্রভুপাদ : সত্যিটা যে কি তা তারা জানতই না (হাসি)। ভয় নয়। কেন? যদি কেউ সত্যের স্তরে থাকেন, তাহলে সে ভয় পাবে কেন?

যোগী অমৃত দেশাইঃ নিশ্চয়ই।

শ্রীল প্রভুপাদঃ এই সত্যিটা কেউ জানতো না, বিবেকানন্দ থেকে শুরু করে।

যোগী অমৃত দেশাইঃ সঠিক বলেছেন। দেখুন, আপনার আসার পর... আমি ১৯৬০-এ পাশ্চাত্যে ছিলাম। আমি যোগ শিখাতে শুরু করলাম। কিন্তু আপনার আসার পর আমি ভক্তি প্রচার আর মন্ত্র জপ করতে নির্ভয় হয়ে গেলাম। তাই এখন আমাদের আশ্রমের প্রচুর ভক্তি আছে, অনেক ভক্তি। আর এই সম্মানটি আমি আপনাকেই দেই কেননা আমার এটি দিতে ভয় ছিল (যা আপনি দিয়েছেন)। কারণ আমি ভেবেছিলাম "ওরা খ্রিস্টান। ওদের এতো ভক্তি কথা পছন্দ হবে না। ওরা ভুল বুঝবে।" কিন্তু আপনি চমৎকারটি করে দেখিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ আপনার দ্বারা সেই চমৎকারটি করিয়েছেন। এটা খুবই আশ্চর্যজনক, পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ অলৌকিক ঘটনা। আমি তা অত্যন্ত অনুভব করি।

শ্রীল প্রভুপাদঃ এটি আপনার মহানতা যে আপনি এভাবে বলছেন। যদি আমরা খাঁটি জিনিস দিই, তাহলে তা নিশ্চয়ই কাজ করবে।

যোগী অমৃত দেশাইঃ ঠিক। আমিও এটাই করছি। প্রত্যেকে... আমাদের প্রায় ১৮০ জন লোক আছে যারা স্থায়ীভাবে আশ্রমে বাস করে এবং তারা সবাই ব্রহ্মচর্য অভ্যাস করে। সবাই চারটায় ওঠে আর রাত ন'টার মধ্যে ঘুমোয়। তারা একে অপরকে স্পর্শও করে না, সবাই আলাদা আলাদা ঘরে শোয়। তারা সৎসঙ্গ সমাবেশেও আলাদা আলাদা বসে। সবকিছু খুব কঠোর। কোনও মাদক নয়, অ্যালকোহল নয়, কোনও মাছ মাংস নয়, কোন চা-কফি নয়, কোনও পেয়াজ, রসুন নয়... শুদ্ধ।

শ্রীল প্রভুপাদঃ খুব ভালো। আমরা এই সব অনুসরণ করছি।

যোগী অমৃত দেশাই : হ্যাঁ।

শ্রীল প্রভুপাদঃ আপনাদের কোনো বিগ্রহ আছে ?

যোগী অমৃত দেশাইঃ হ্যাঁ, শ্রীশ্রীরাধা-কৃষ্ণ আমাদের বিগ্রহ। আমার গুরু স্বামী কৃপালুআনন্দী, বরোদার নিকট তাঁর একটি আশ্রম আছে। উনি ২৭ বছর সাধনা করেছেন আর ১২ বছর সম্পূর্ণ মৌনব্রত পালন করেছেন। গত কয়েক বছর তিনি দু-একটা কথা বলেছেন কেন কি লোকেরা তাঁকে খুব অনুরোধ করছিল।

শ্রীল প্রভুপাদঃ উনি জপ করছেন না?

যোগী অমৃত দেশাইঃ জপ করেন। তাঁর মৌনব্রতের সময় জপ করা চলে। কেন না উনি বলেন ভগবানের নাম নিলে, মৌনব্রত ভঙ্গ হয় না। তাই তিনি জপ করেন।

শ্রীল প্রভুপাদঃ মৌন থাকা মানে আমরা আজেবাজে কথা বলব না। আমরা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করব। এই হচ্ছে মৌনতা। জাগতিক কথাবার্তা বলে বাজে সময় নষ্ট করার চেয়ে, বরং হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করা উচিৎ। সেটি হচ্ছে ইতিবাচক। আর মৌনতা হচ্ছে নেতিবাচক। আজেবাজে কথা না বলে কাজের কথা বলা উচিৎ।

যোগী অমৃত দেশাইঃ ঠিক, সেটিই ঠিক।

শ্রীল প্রভুপাদঃ পরম দৃষ্টা নিবর্ততে (ভ. গী. ২.৫৯) পরম দৃষ্টা নিবর্ততে। যদি একজন নিজের মূর্খতা বন্ধ করে তাহলেই 'পরম' ...পরম দৃষ্টা নিবর্ততে। যখন আপনার কাছে ভালো জিনিস থাকবে তখন স্বাভাবিক ভাবেই আপনি আবর্জনা পরিত্যাগ করবেন। সুতরাং জাগতিক সবকিছুই হল আবর্জনা। কর্ম, জ্ঞান, যোগ এগুলো সবই জাগতিক। কর্ম, জ্ঞান, যোগ, এমন কি তথাকথিত সব যোগসমূহও। এগুলো সবই জাগতিক।