BN/Prabhupada 0032 - যা কিছু আমার বলার ছিল, আমার গ্রন্থে বলে দিয়েছি

Revision as of 09:33, 2 June 2021 by Soham (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Arrival Speech -- May 17, 1977, Vrndavana

শ্রীল প্রভুপাদঃ আমি কথা বলতে পারছি না। আমি খুব দুর্বল অনুভব করছি। আমার কিছু জায়গায় যাবার ছিল যেমন চণ্ডীগড়ের অনুষ্ঠানে, কিন্তু আমি সেই অনুষ্ঠানটা বাতিল করে দিয়েছি কারণ আমার শরীরের অবস্থার খুবই অবনতি হচ্ছে। তাই আমি বৃন্দাবন আসাটাই উচিত মনে করলাম। যদি মৃত্যুই হয়, তবে এখানেই হোক। আমার নতুন কিছু বলার নেই। যা কিছু আমার বলার ছিল, তা আমি আমার বইয়েই বলেছি। এখন তোমরা এটি বোঝার চেষ্টা কর এবং নিজের প্রচেষ্টা চালিয়ে যাও। আমি উপস্থিত থাকি অথবা নাই থাকি, কিছু আসে যায় না। যেমন শ্রীকৃষ্ণ নিত্য রয়েছেন, সেইরকম জীবও নিত্যকাল রয়েছে। কিন্তু কীর্তির যস্য স জীবতিঃ "যে ভগবানের সেবা করেছে সে চিরকালই বেঁচে থাকে।" তাই তোমাদেরকে শেখানো হয়েছে কি ভাবে শ্রীকৃষ্ণের সেবা করতে হয় , এবং শ্রীকৃষ্ণের সাথে আমরাও নিত্যকাল বেঁচে থাকি। আমাদের জীবন হলো সনাতন। ন হন্যতে হন্যমানে শরীরে (ভগবদ্গীতা ২.২০) ক্ষণস্থায়ীভাবে এই দেহের অন্তর্ধানে কিছু যায় আসে না। শরীর মানেই হল একদিন তা ধ্বংস হবেই। তথা দেহান্তরপ্রাপ্তিঃ (ভগবদ্গীতা ২.১৩) অতএব শ্রীকৃষ্ণের সেবা করে চিরকাল বেঁচে থাকো। তোমাদের অনেক ধন্যবাদ।

ভক্তবৃন্দঃ জয় !