BN/Prabhupada 0041 - বর্তমান জীবনটি বহু অশুভ দ্বারা পরিপূর্ণ

Revision as of 07:10, 4 June 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 9.1 -- Melbourne, June 29, 1974

পূর্ণ জ্ঞান। যদি আপনি ভগবদ্গীতা পড়বেন তো সম্পূর্ণ জ্ঞান লাভ করবেন।

তাহলে ভগবান কি বলছেন?

ইদং তু তে গুহ্যতমং
প্রবক্ষ্যাম্যনসূয়বে
(ভগবদ্গীতা ৯.১)

ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষাদান করছেন। নবম অধ্যায়ে তিনি বলছেন, "আমার প্রিয় অর্জুন, আমি এখন তোমার কাছে সবচেয়ে গোপনীয় জ্ঞানের কথা বলছি, "গুহ্যতম" 'তমম্' মানে সর্বোচ্চ। সাধারণ মানের, অপেক্ষাকৃত অধিক এবং সর্বোচ্চ বা সর্বোত্তম। সংস্কৃত ভাষায় তর-তম রয়েছে। 'তর' মানে অপেক্ষাকৃত অধিক বা ভালো এবং 'তম' মানে সর্বোত্তম বা সর্বোচ্চ। তাই এখানে ভগবান বলেছেন, পরমেশ্বর ভগবান বলেছেন, ইদং তু তে গুহ্যতমং প্রবক্ষ্যামিঃ "এখন আমি তোমার কাছে সবচেয়ে গোপনীয় জ্ঞান বলছি।" জ্ঞানং বিজ্ঞান-সহিতং। সেই জ্ঞানটি সম্পূর্ণ জ্ঞানসমেত। কোনও কল্পনা নয়। জ্ঞানং বিজ্ঞান-সহিতং। বিজ্ঞান অথার্ৎ "বাস্তব প্রদর্শনী।" সুতরাং জ্ঞানং বিজ্ঞান-সহিতং যজজ্ঞাত্বা। যদি আপনি এই জ্ঞানটি শেখেন, যজজ্ঞাত্বা মোক্ষ্যসেহশুভাৎ। অশুভাৎ। মোক্ষ্যসে মানে আপনি মুক্তি লাভ করবেন এবং অশুভাৎ মানে 'অশুভ'। অশুভ,

তাই আমাদের বর্তমান জীবন, বর্তমান মুহূর্তে, বর্তমান জীবন মানে যতদিন আমাদের এই জড় শরীরটি রয়েছে, এটি অশুভ পূর্ণ। মোক্ষ্যসে অশুভাৎ। অশুভাৎ অথাৎ অশুভ।