BN/Prabhupada 0040 - ইনি হচ্ছেন পরম পুরুষ



Lecture on BG 16.8 -- Tokyo, January 28, 1975

লক্ষ লক্ষ, কোটি কোটি জীবসত্ত্বা রয়েছে এবং প্রত্যেকের হৃদয়ে তিনি বসে আছেন। সর্বস্য চাহম হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতিরজ্ঞানং অপোহনম্ চ (ভগবদ্গীতা ১৫.১৫). তিনি সেই ভাবে তা পরিচালনা করছেন। সুতরাং যদি আমরা মনে করি যে তিনি আমাদেরই মতো একজন নিয়ামক, সেটা আমাদের ভুল ধারণা হবে। তিনি নিয়ন্ত্রক। নিয়ন্ত্রক রয়েছেন। অসীম জ্ঞান এবং অসীম সহকারী, অনন্ত শক্তি সমেত। এসব কিছুর দ্বারা তিনি নিয়ন্ত্রণ করছেন। এইসব নিরাকারবাদীরা ধারণাই করতে পারে না যে কোন ব্যক্তি এভাবে অসীম শক্তিশালী হতে পারেন। তাই তারা নির্বিশেষবাদী হয়ে যায়। তারা এসব চিন্তাও করতে পারেনা। নির্বিশেষবাদীরা কল্পনাও করতে পারে না, ওরা কল্পনা করে নেয় যে, "যখন কেউ একজন ব্যক্তি, তার মানে নিশ্চয়ই আমার মতোই কোন মানুষ।" "আমি এটা করতে পারি না, অর্থাৎ তিনিও তা করতে পারেন না।" তাই ওরা মূঢ়াঃ। অবজানন্তি মাং মূঢ়াঃ (ভগবদ্গীতা ৯.১১)। তারা শ্রীকৃষ্ণকে নিজেদের সাথে তুলনা করে। ঠিক যেমন তিনি একজন ব্যক্তি, শ্রীকৃষ্ণও তেমনি একজন ব্যক্তি। সে জানে না। বেদ আমাদের জানাচ্ছে যে, "যদিও তিনি একজন ব্যক্তি, তিনি অনন্ত সব ব্যক্তিদের প্রতিপালন করেন।" যেটা তারা জানে না। একো যো বহুনাম্ বিদধতি কামান্। যে একজন ব্যক্তি, তিনি বহু লক্ষ লক্ষ, কোটি কোটি ব্যক্তিকে প্রতিপালন করছেন। আমরা প্রত্যেকেই একেকজন ব্যক্তিসত্ত্বা। আমি ব্যক্তি, আপনিও ব্যক্তি। পিঁপড়ে একটা ব্যক্তিসত্ত্বা। বেড়াল একটা ব্যক্তিসত্ত্বা। তেমনি কুকুরও একটা ব্যক্তিসত্ত্বা, পোকাও একটা ব্যক্তিসত্ত্বা। গাছেরাও একটা ব্যক্তিসত্ত্বা। এভাবে সবারই আলাদা আলাদা ব্যক্তিসত্ত্বা রয়েছে। আর এভাবে আরেকজন ব্যক্তিসত্ত্বাও রয়েছেন। তিনি হলেন ভগবান, শ্রীকৃষ্ণ। সেই একজন ব্যক্তিসত্ত্বাই লক্ষ লক্ষ, কোটি কোটি ভিন্ন ধরণের ব্যক্তিসত্ত্বাদের প্রতিপালন করছেন। এটি হচ্ছে বৈদিক তথ্য. . .একো যো বহুনাম্ বিদধতি কামান, নিত্যো নিত্যনাম্ চেতনশ্চেতনানাম্ (কঠ উপনিষদ ২.২.১৩) এটি হচ্ছে বৈদিক তথ্য।

সুতরাং শ্রীকৃষ্ণও ভগবদ্গীতায় বলেছেন, অহম সর্বস্য প্রভবো মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্ত্বা ভজন্তে মাং... (ভগবদগীতা ১০.৮) অতএব, একজন ভক্ত, যখন তিনি পূর্ণরূপে এটি বুঝতে পারেন যে "একজন সর্বশক্তিমান পরমেশ্বর রয়েছেন, যিনি কি না নেতা, যিনি হচ্ছেন নিয়ন্ত্রণকর্তা, যিনি হচ্ছেন সবকিছুর প্রতিপালনকারী।" তাহলেই সে ব্যক্তি আত্মসমর্পণ করেন এবং তাঁর ভক্তে পরিণত হয়।