BN/Prabhupada 0069 - আমি মারা যাচ্ছি না

Revision as of 06:03, 1 January 2018 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Bengali Pages with Videos Category:Prabhupada 0069 - in all Languages Category:BN-Quotes - 1977 Category:BN-Quotes - C...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Conversation Pieces -- May 27, 1977, Vrndavana

কীর্তনানন্দ: আমরা খুশি হব না ,যদি আপনি ভাল না থা্কেন। প্রভুপাদ: আমি সবসময় ভাল আছি। কীর্তনানন্দ:কেন আপনি আমাদেরকে আপনার বয়সটা দিচ্ছেন না? প্রভুপাদ: যখন আমি দেখি যে জিনিসগুলি সুন্দরভাবে চলছে, তখন আমি খুশি হই। এই শরীরের সাথে আর কি? শরীর হলো শরীর। আমরা শরীর না। কীর্তনানন্দ: পুরুদাস না ! যে তার বাবাকে তার যুবককাল দিয়েছিল? প্রভুপাদ: হুম? রামেশ্বর: যযাতী। রাজা যায়াতি তাঁর বৃদ্ধ বয়সের ব্যবসা করেছিল। কীর্তনানন্দঃ তার ছেলের সাথে । আপনি ওইরকম করতে পারেন। প্রভুপাদ: (হাসি) কে করেছিল? রামেশ্বর: রাজা যযাতি। প্রভুপাদ: আঃ. যযাতি।. না,কেন? তুমি আমার শরীর। তাই আপনি বসবাস করছেন। এখানে কোন পার্থক্য নেই। ঠিক যেমন আমি কাজ করছি, তেমনি আমার গুরু মহারাজ আছেন, ভক্তিসিদ্ধান্ত ​​সরস্বতী। শারীরিকভাবে হয়ত তিনি নেই , কিন্তু প্রতিটি কর্মে তিনি সেখানে আছেন। আমার মনে হয়, আমি ওইটা লিখেছি। তমাল কৃষ্ণ: হ্যাঁ, এটি ভাগবতমে আছে, "যে তার সাথে বসবাস করে সে চিরদিনের জন্য বসবাস করে। সে ,যারা তাঁর কথা স্মরণ করে চিরকাল বসবাস করে। " প্রভুপাদ: তাই আমি মারা যাচ্ছি না। কীর্তির যস্য স জীবতি: এক যে যথেষ্ট কিছু করেছেন,সে চিরদিনের জন্য বেঁচে থাকে। " সে মারা যায় না। এমনকি আমাদের বাস্তব জীবনে ... অবশ্যই, এটা জড়, কর্ম-ফল। একজনকে তাঁর কর্ম অনুযায়ী অন্য দেহ গ্রহণ করতে হয়। কিন্তু ভক্তের জন্য সেরকম কোন জিনিস নেই। তিনি সর্বদা কৃষ্ণকে সেবা করার জন্য একটি দেহ গ্রহণ করেন। তাই কোন কর্ম-ফল নেই।