BN/Prabhupada 0101 - আমাদের স্বাস্থ্যকর জীবন শাশ্বত জীবন উপভোগ করার জন্য

Revision as of 08:23, 14 January 2018 by Iswaraj (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Bengali Pages with Videos Category:Prabhupada 0101 - in all Languages Category:BN-Quotes - 1974 Category:BN-Quotes - C...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Press Conference -- April 18, 1974, Hyderabad

অতিথি (1): কৃষ্ণ চেতনার চূড়ান্ত লক্ষ্য কী? প্রভুপাদঃ হ্যাঁ চূড়ান্ত লক্ষ্য হল, যে ... না, আমি বলব। চূড়ান্ত লক্ষ্য, আত্মা এবং বস্থু। জড় জগতের মতো , আধ্যাত্মিক জগতও আছে। পরস্তস্মাত্ত ভাবোহন্যোহব্যক্তোহব্যক্তাৎ সনাতনঃ (ভ.গী.৮.২০) আধ্যাত্মিক জগত শাশ্বত। জড় জগত অস্থায়ী। আমরা চিন্ময় আত্মা, আমরা নিত্য। অতএব আমাদের ব্যবসা হচ্ছে আধ্যাত্মিক জগতে ফিরে যাওয়া, এইরকম নয় যে আমরা জড়জগতেই থাকব এবং শরীর পরিবর্তন করব , খারাপ থেকে আরও খারাপ অথবা মন্দ থেকে মন্দের ভাল। এটা আমাদের কাজ নয়, এটা রোগ। আমাদের সুস্থ জীবন হল অনন্ত জীবন উপভোগ করা। যৎ গত্বান ন নিবর্ততে তদ ধাম পরমং মম (ভ.গী ১৫.৬) দেখুন, আমাদের মানব জীবনের ব্যবহার করা উচিত ,সঠিক পর্যায়ে পৌছানোর জন্য - যেটা আমাদের পরিবর্তন করতে হবে সেই জড় শরীরের আর প্রয়োজন নেই। এটি জীবনের লক্ষ্য। অতিথি (2): সেই সফলতা কি এই পার্থিব জীবনে সম্ভব? প্রাভুপাদঃ হ্যাঁ এক মুহুর্তের জন্য, যদি আপনি রাজি থাকেন। কৃষ্ণ বলেছেন যে , সর্ব ধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্ব পাপেভ্য মোক্ষ্যয়স্বামী মা শুচ(ভ.গী.১৮.৬৬) আমরা পাপী কার্যকলাপের কারণে আমাদের শরীর পরিবর্তন করি, কিন্তু যদি আমরা কৃষ্ণকে আত্মসমর্পণ করি এবং কৃষ্ণ চেতনা গ্রহণ করি, তাৎক্ষণিকভাবে আমরা আধ্যাত্মিক প্ল্যাটফর্মে থাকব। মাং চ যো ব্যভিচারেন ভক্তি যোগেন সেবতে স গুনান সমতিতৈতান ব্রহ্মভুয়ায় কল্পতে (ভ.গী ১৪.২৬) যত তাড়াতাড়ি আপনি কৃষ্ণের নিখাদ ভক্ত হবেন, আপনি অবিলম্বে এই জড় প্ল্যাটফর্ম অতিক্রম করবেন। ব্রহ্মভুয়ায় কল্পতে। আপনি আধ্যাত্মিক স্তরে থাকবেন। এবং যদি আপনি আধ্যাত্মিক স্তরে মারা যান তবে আপনি আধ্যাত্মিক জগতে যাবেন।