BN/Prabhupada 0111 - নির্দেশ পালন করুন, তাহলে আপনি সর্বত্র নিরাপদ থাকবেন

Revision as of 01:51, 3 December 2021 by Soham (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Morning Walk -- February 3, 1975, Hawaii

ভক্ত (১)ঃ শ্রীল প্রভুপাদ, কেউ যদি তার অধিকার পেতে চায় তবে কোথা থেকে?

প্রভুপাদঃ গুরুদেব হচ্ছে কর্তৃপক্ষ।

ভক্তঃ(২) না, আমি জানি, কিন্তু চারটি নিয়ম পালন এবং ষোলো মালা জপের বাইরে যদি কিছু করতে চায় তিনি সারা দিন ধরে আরও অনেক কিছু করেন। মনে করুন তারা মন্দিরে থাকছে না, তাহলে তিনি অধিকার কোথা থেকে প্রাপ্ত হচ্ছেন।

প্রভুপাদঃ আমি বুঝতে পারছি না। কর্তৃপক্ষ হচ্ছেন গুরু। তোমরা স্বীকার করেছ।

বলি মর্দনঃ সবকিছুর জন্য।

জয়তীর্থঃ মনে করুন, আমি বাইরে কিছু কাজ করছি, আমি বাইরে আছি, কিন্তু আমি আমার আয়ের ৫০% অর্থ দিচ্ছি না। তাই আমি যে কাজ করছি তা আসলে গুরুর কর্তৃপক্ষের অধীনে?

প্রভুপাদঃ তাহলে তুমি গুরুর নির্দেশ অনুসরণ করছ না। এটা স্পষ্ট বাস্তব।

জয়তীর্থঃ তাই এর মানে হচ্ছে যে সারা দিনের সময়ে যে কাজ করছি, এর মানে হল যে আমি গুরুর নির্দেশনা অনুসরণ করছি না। এটি অনুমোদিত কার্যকলাপ নয়।

প্রভুপাদঃ হ্যাঁ। তুমি যদি গুরুর শিক্ষা অনুসরণ না কর তবে শীঘ্রই অধঃপতন হবে। ঘটবেই। অন্যথায় তোমরা কেন যস্য প্রসাদাদ্‌ ভগবৎ প্রসাদো? গুরুকে সন্তুষ্ট করার দায়িত্ব আমার। অন্যথায় আমার কোন জায়গা নেই। অর্থাৎ তুমি যদি কোথাও স্থান পেতে না চাও, তাহলে যেমন খুশি গুরু অবজ্ঞা কর। কিন্তু যদি আপনি আপনার স্থানে স্থির থাকতে চান, তাহলে আপনাকে গুরুর নির্দেশ যথাযথভাবে পালন করতে হবে।

ভক্তঃ (১) শুধুমাত্র আপনার বই পড়ে, আমরা আপনার সকল নির্দেশ বুঝতে পারি।

প্রভুপাদঃ হ্যাঁ যাইহোক আমার নির্দেশ পালন করো। এটাই প্রয়োজন। নির্দেশ পালন করো। তুমি যেখানেই থাক না কেন, এটি কোন ব্যাপার না। তুমি নিরাপদ। নির্দেশাবলী পালন কর। তাহলে তুমি সর্বত্রই নিরাপদ। এটা কোন ব্যাপার না। যেমন আমি তোমাদের বলেছি যে আমি আমার গুরুমহারাজের সাথে জীবনে দশবারের বেশী দেখা হয়নি কিন্তু আমি তার নির্দেশ পালন করেছি। আমি গৃহস্থ ছিলাম, আমি মঠে মন্দিরে থাকতাম না, এটা বাস্তব। তাই অনেক গুরু ভাইরা পরামর্শ দিয়েছিলেন যে, "এই বোম্বে মন্দিরের দায়িত্ব পালন করা উচিত, এই, যে, যে ..." গুরু মহারাজ বললেন, "হ্যাঁ, ভাল সে বাইরে বাস করছে। এটা ভালো, এবং তিনি যথাসময়ে প্রয়োজনীয় যা করবেন। "

ভক্তঃ জয়! হরিবোল!

প্রভুপাদঃ তিনি এইরকম বলেছিলেন, সে সময় আমি বুঝতে পারিনি তিনি কি আশা করেছিলেন। অবশ্যই, আমি জানতাম যে তিনি চাইতেন আমি যেন প্রচার করি।

যশোদানন্দনঃ আমি মনে করি আপনি মহান ধরনের এই কাজ করেছেন।

ভক্তঃ জয়, প্রভুপাদ! হরবোল!

প্রভুপাদঃ হ্যাঁ, মহান ধরনের করেছি, কারণ আমি কঠোরভাবে গুরুমহারাজের নির্দেশ পালন করেছি, এই পর্যন্ত। অন্যথায় আমার কোন শক্তি ছিল না। আমি কোন যাদু করি নি। করেছি কি? কোন স্বর্ণ তৈরী করেছি? (হাসি) তা সত্ত্বেও, আমার স্বর্ণ তৈরি করা গুরুর থেকে ভাল শিষ্য রয়েছে।