BN/Prabhupada 0115 - আমার উদ্দেশ্য কেবল কৃষ্ণের বার্তা বহন করা

Revision as of 02:18, 3 December 2021 by Soham (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture -- Los Angeles, July 11, 1971

আমি খুবই খুশি যে এই ছেলেমেয়েরা আমাকে সাহায্য করছে এই কৃষ্ণভাবনামৃত আন্দোলনকে সামনে এগিয়ে নিতে এবং তাই শ্রীকৃষ্ণ তাঁদের সাহায্য করবে আমি অত্যন্ত তুচ্ছ। আমার কোন ক্ষমতা নেই আমার একমাত্র কাজ হচ্ছে ভগবানের বার্তাটি পৌঁছে দেয়া ঠিক একজন ডাকপিয়নের মতো। তাঁর একমাত্র কাজ হচ্ছে চিঠি বিলি করা এই চিঠির বিষয়বস্তু এদিক ওদিক করার তাঁর কোন অধিকার নেই সেই চিঠি পড়ার পর প্রাপকের কি অনুভূতি হচ্ছে সেটি দেখা ডাকপিয়নের দায়িত্ব নেই ঠিক এইভাবে, আমার দায়িত্ব হচ্ছে গুরু পরম্পরার মাধ্যমে আমি আমার গুরুদেবের কাছ থেকে যা পেয়েছি আমি ঠিক সেই জিনিসটাই কেবল উপস্থাপন করছি, কোন রকম বিকৃতি করা ছাড়াই সেটিই আমার কাজ। সেটিই আমার দায়িত্ব ভগবান শ্রীকৃষ্ণ ঠিক যেভাবে উপস্থাপন করেছেন, আমাকেও অবশ্যই ঠিক সেইভাবেই উপস্থাপন করতে হবে ঠিক যেভাবে অর্জুন উপস্থাপন করেছেন, ঠিক যেভাবে আচার্যরা, ভগবান চৈতন্য মহাপ্রভু যেভাবে উপস্থাপন করেছেন এবং শেষ পর্যন্ত আমার গুরু মহারাজ, ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজ ঠিক তেমনই, যদি তোমরা সেই একই উদ্যম নিয়ে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনকে গ্রহণ কর এবং যদি তুমি তা অন্য লোকেদের কাছে, তোমাদের দেশের লোকেদের কাছে তা বিতরণ কর, তাহলে তা নিশ্চয়ই খুবই কার্যকরী হবে, কিন্তু তাতে কোন এদিক ওদিক করা চলবে না। কোন ধাপ্পা চলবে না। কোন প্রতারণা করা চলবে না। এটিই হচ্ছে শুদ্ধ চিন্ময় চেতনা। অভ্যাস করতে থাকো, এবং অন্যদের কাছে বিতরণ কর। তাহলেই তোমার জীবন সাফল্যমণ্ডিত হবে।