BN/Prabhupada 0191 - এই জড় জীবনের জন্য নিড়াষ্কতি বাড়ান

Revision as of 16:07, 17 January 2018 by Iswaraj (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Bengali Pages with Videos Category:Prabhupada 0191 - in all Languages Category:BN-Quotes - 1975 Category:BN-Quotes - L...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on SB 6.1.52 -- Detroit, August 5, 1975

প্রাভুপাদঃ কৃষ্ণের কৃপা, গুরু কৃপা উভয়... একজনের কৃপা পাওয়ার চেষ্টা করবেন না। গুরু কৃষ্ণের কৃপায় পায় ভক্তিলতা বীজ। গুরু কৃপা দ্বারা একজন কৃষ্ণকে পায়। এবং কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারে। একজন গুরুের কাছে যাওয়ার অর্থ কেবল তার কাছ থেকে কৃষ্ণকে চাওয়া। কৃষ্ণ সে তোমার, কারন কৃষ্ণ হচ্ছে ভক্তদের কৃষ্ণ। কৃষ্ণ হচ্ছে মাস্টার কিন্তু কে কৃষ্ণকে নিয়ন্ত্রন করবে? তার ভক্ত। কৃষ্ণ হচ্ছে সুপ্রীম নিয়ন্তা, কিন্তু তিনি ভক্ত দ্বারা নিয়ন্ত্রিত। এই হচ্ছে কৃষ্ণ ভক্তবৎসল। যেমন একজন পিতা, একজন হাইকোটের বিচারক এবং... একটি গল্প আছে যে প্রধানমন্ত্রী গ্ল্যাডস্টোন, কেউ তাকে দেখতে আসেন। এবং জনাব গ্ল্যাডস্টোন জানায় যে "অপেক্ষা করুন। আমি ব্যস্ত।" তাই তিনি অপেক্ষা করছেন এক ঘন্টা, তারপর তিনি জিজ্ঞাসু হয়ে ওঠে। এই ভদ্রলোক কি করছেন? তাই তিনি ভিতরে দেখতে চেয়েছিলেন, যে ... তিনি একটি ঘোড়া হয়ে ওঠেন এবং তার সন্তানকে পেছনের দিকে নিয়ে যান। যে ব্যবসা তিনি করছেন করছেন তুমি দেখছ? প্রধানমন্ত্রী, তিনি ব্রিটিশ সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছেন, কিন্তু তিনি একটি সন্তানের স্নেহের মত নিয়ন্ত্রিত করছে। একে স্নেহ বলা হয়। তাই একইভাবে, কৃষ্ণ হচ্ছে সুপ্রীম নিয়ন্তা। ঈশ্বর পরমঃ কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ আনাদির আদি গোবিন্দ সর্ব কারন কারনম (ব্র.সং ৫.১) তিনি সুপ্রীম নিয়ন্তা, কিন্তু তিনি নিয়ন্ত্রিত হন তার ভক্ত শ্রীমতি রাধারানীদ্বারা। তিনি নিয়ন্ত্রিত। তাই এটা বোঝা খুব সহজ নয় তাদের মধ্যে লীলা... কিন্তু কৃষ্ণ কৃষ্ণ ইচ্ছা করে তার ভক্ত দ্বারা নিয়ন্ত্রিত। এই হচ্ছে কৃষ্ণের প্রকৃতি। যেমন মা যশোদা। মা যশোদা কৃষ্ণকে নিয়ন্ত্রন করছে, তাকে বাঁধছেঃ" তুমি খুব দুষ্ট, আমি তোমাকে বাঁধবো।" মা যশোদা একটা লাঠি নিয়ে এবং কৃষ্ণ কান্না করছে, কৃষ্ণ কান্না করছে। এই জিনিস আপনারা পরেছেন, সেটা শ্রীমদ্ভাগতমে বর্ননা করা হয়েছে। কুন্তির প্রার্থনা, কিভাবে তিনি যে প্রশংসা করছে, " আমার প্রিয় কৃষ্ণ তুমি হচ্ছ পরম। কিন্তু যখন তুমি মা যশোদার হাতে লাঠি দেখ তখন তুমি কান্না কর সেই দৃশ্য আমি দেখতে চাই।" তাই কৃষ্ণ হচ্ছে ভক্তবৎসল , তিনি সুপ্রীম নিয়ন্তা। কিন্তু একজন ভক্ত মা যশোদার মতো, রাধারানীর মতো একজন ভক্ত, গোপিদের মতো ভক্ত, গোপবালকদের মতো ভক্ত, তারা কৃষ্ণকে নিয়ন্ত্রন করছেন, সেটা বৃন্দাবনের জীবনযাত্রা, তাই এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন আপনাকে সেখানে নিয়ে যাবার চেষ্টা করছে। বোকা ব্যক্তিরা, তারা বিচ্যুত হচ্ছে। তারা জানে না এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের মূল্য কতখানি। তারা চেষ্টা করছে মানুষ্য সমাজকে সর্বোচ্চ সুবিধা দিতে। তারা ভগবানের সাথে এক হতে চান না, কিন্তু তারা ভগবানের নিয়ন্ত্রণ করার অধিকার প্রদান করছে। এই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন। ধন্যবাদ। ভক্তঃ জয়!