BN/Prabhupada 0195 - দৃঢ় শরীর, দৃঢ় মন, দৃঢ় মানসিকতা

Revision as of 13:38, 18 January 2018 by Iswaraj (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Bengali Pages with Videos Category:Prabhupada 0195 - in all Languages Category:BN-Quotes - 1976 Category:BN-Quotes - L...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on SB 7.6.5 -- Toronto, June 21, 1976

প্রদ্যুম্নঃঅনুবাদঃ: "অতএব, জড় অস্তিত্বের সময়, ভবাম আশ্রিত, একজন ব্যাক্তি সম্পুর্নভাবে উপযুক্ত ভুল থেকে সঠিকের প্রভেদ করতে, সে অবশ্যই চেষ্টা করবে জীবনের সর্বোচ্চ লক্ষ্য অর্জন করার। যতদিন শরীর তীব্র এবং দৃঢ় থাকে, ক্ষীন হওয়ার জন্য বিভ্রান্ত হয় না।" প্রভুপাদঃ ততো যততো কুশলঃ ক্ষেমায় ভবমাশ্রিতঃ শরীরং পৌরুষং যাবান্ন বিপদ্যেত পুষ্কলম (শ্রী.ভা.৭.৬.৫) সুতরাং এই মানুষের কার্যকলাপ হতে হবে, যে শরীরং পৌরুষং যাবান্ন বিপদ্যেত পুষ্কলম। যতদিন আমরা দৃঢ় এবং শক্তিশালী থাকি এবং আমরা খুব ভালভাবে কাজ করতে পারি, স্বাস্থ্যটি যেহেতু বেশ ভাল, এটির সুবিধা নিন। এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন অলস সহকর্মীদের জন্যে নয়। না। এটা শক্তিশালী মানুষদের জন্য বোঝানো হয়: শরীর দৃঢ়, মন দৃঢ়, দৃঢ় স্থিরসংকল্প - সবকিছু শক্তিশালী - মস্তিষ্ক শক্তিশালী। এটা তাদের জন্য বোঝানো হয়। কারণ আমাদের জীবনে সর্বোচ্চ লক্ষ্যটি চালানো উচিত। দুর্ভাগ্যবশত, তারা জানেন না জীবনের সর্বোচ্চ লক্ষ্য কি। আধুনিক ... আধুনিক না, সর্বদা সবসময়। এখন এটি খুবই স্পষ্টঃ মানুষ জানে না জীবনের লক্ষ্য কী। যে কেউ এই জড় জগতের মধ্যে আছেন, তিনি মায়ায় আছেন, মানে তিনি জানেন না জীবনের লক্ষ্য কী। ন তে বিদু ,তারা জানে না, সবার্থ-গতিম হি বিষ্ণু। সবার্থ-গতি। প্রত্যেকে স্ব আগ্রহী হতে চায়। স্ব-স্বার্থ প্রকৃতির প্রথম আইন, তারা বলে। কিন্তু তারা জানেন না, প্রকৃত স্বার্থ কি। তিনি বাড়িতে ফিরে যাওয়ার পরিবর্তে, ভগবদ্ধাম ফিরে যাওয়ার পরিবর্তে- সে তার প্রকৃত স্বার্থপরতার জন্য - তিনি পরবর্তী জীবনে একটি কুকুর হয়ে যান। এটা কি স্ব-স্বার্থ? কিন্তু তারা এটা জানেন না। প্রকৃতির আইন কীভাবে কাজ করছে, তারা তা জানে না। আপনি কি আমাদের অবস্থান ও শর্তাবলীবুঝতে পেরেছেন? অদান্ত গোভী বিশতাম তামিশ্র। মর্তিন কৃষ্ণে পরতঃ সতবা। মর্তিন কৃষ্ণে পরতঃ সতবা মিথো অভিপদ্যতে গৃহ ব্রতানাম অদান্ত গোভী বিশতাম তামিশ্র পুনঃ পুনঃ চর্বিত চর্বানাম (শ্রী.ভা.৭.৫.৩০) এই, কৃষ্ণ ভাবনামৃত...মর্তিন কৃষ্ণে মানুষ খুব কৃষ্ণ ভাবনাময় হয়ে উঠতে আগ্রহী নন। কেন? মর্তির ন কৃষ্ণে পরোত সতবা। অন্যদের দ্বারা 'নির্দেশ। যেমন আমরা কৃষ্ণ ভাবনামৃত ছড়িয়ে দেবার চেষ্টা করছি সারা বিশ্বে, পরতঃ। সতো,সতো মানে ব্যাক্তিগতভাবে, ব্যক্তিগত প্রচেষ্টা দ্বারা। শুধু আমি ভগবদ-গীতা বা শ্রীমদ্মভাগবতম এবং অন্যান্য বৈদিক সাহিত্য পড়ছি। তাই মর্তির ন কৃষ্ণে পরতঃ সতবা। মিথোবা, মিথোবা মানে "সম্মেলন দ্বারা।" আজকাল এটা একটি খুব জনপ্রিয় জিনিস সম্মেলন করা। অতএব, কেউ নিজের ব্যক্তিগত প্রচেষ্টার দ্বারা, কৃষ্ণ সচেতন হতে পারে না, বা অন্য কোন পুরুষের উপদেশ দ্বারা, বা বড়, বড় সম্মেলন অধিষ্ঠিত দ্বারা। কেন? গৃহ ব্রতানামঃ কারণ তার জীবনের প্রকৃত লক্ষ্য হল যে "আমি এই বাড়িতে থাকবো।" গৃহ ব্রতানাম। গৃহ মানে পরিবার জীবন, গৃহ মানে এই শরীর, গৃহ মানে এই মহাবিশ্ব। অনেক গৃহ আছে, বড় এবং ছোট।