BN/Prabhupada 0204 - আমি গুরুর কৃপা পাচ্ছি এইটা বানি

Revision as of 20:35, 2 February 2018 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Bengali Pages with Videos Category:Prabhupada 0204 - in all Languages Category:BN-Quotes - 1975 Category:BN-Quotes - M...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Morning Walk -- July 21, 1975, San Francisco

প্রাভুপাদঃ আপনাকে উভয়ের সঙ্গে সংযুক্ত থাকতে হবে। গুরু-কৃষ্ণ-কৃপায় পায় ভক্তি লতা বীজ (চৈ.চ.১৯.১৫১) গুরু কৃপা এবং কৃষ্ণ কৃপা উভয়ের যোগদান করা আবশ্যক। তারপর আপনি পাবেন।

জয়াদ্বৈতঃ আমরা যে গুরু-কৃপা পেতে খুব আগ্রহী।

প্রভুপাদঃ কে?

জয়াদ্বৈতঃ আমরা, আমরা সবাই।

প্রভুপাদঃ হ্যাঁ। যস্য প্রসাদাদ ভগবদ-প্রসাদো। যদি তুমি গুরু কৃপা পাও তাহলে এমনিতেই তুমি কৃষ্ণকে পাবে।

নারায়ণঃ গুরু কৃপা শুধুমাত্র আসে আধ্যাত্মিক গুরুকে খুশি করলে, শ্রীল প্রভুপাদ?

প্রভুপাদঃ অন্যথায় কিভাবে?

নারায়ণঃ ক্ষমা করবেন?

প্রভুপাদঃ অন্যথায় কিভাবে আসবে?

নারায়নঃ তাই যে সমস্ত শিষ্য যাদের আপনাকে দেখার সু্যোগ নেই বা কথা বলার সু্যোগ নেই...

প্রভুপাদঃ তিনি বলছিলেন, বানি এবং বপু। যদি তুমি তার শরীর দেখতে না পাও, তাহলে তার কথার গ্রহণ করো, বানী।

নারায়নঃ কিন্তু কিভাবে তারা জানতে পারবে যে তারা আপনাকে খুশি করতে পারছে, শ্রীল প্রভুপাদ?

প্রভুপাদঃ যদি তুমি প্রকৃতপক্ষে গুরুর বাক্য অনুসরন করো, তার মানে সে খুশি। এবং যদি তুমি অনুসরন না করো, তাহলে কিভাবে তিনি খুশি হবেন?

সুদামাঃ শুধু তাই নয়, কিন্তু আপনার কৃপা সর্বত্র ছড়িয়ে আছে, এবং যদি আমরা তার সুবিধা গ্রহণ করি, আপনি একবার আমাদের বলেছিলেন, তাহলে আমরা ফল অনুভব করতে পারবো।

প্রাভুপাদঃ হ্যাঁ

জয়াদ্বৈতঃ এবং যদি আমাদের বিশ্বাস থাকে গুরুর কথায়, তাহলে এমনিতেই তা করবো।

প্রভুপাদঃ হ্যাঁ। আমারা গুরুমহারাজ গত হয়েছিলেন ১৯৩৬ সালে, এবং আমি এই আন্দোলন শুরু করি ১৯৬৫ সালে ত্রিশ বছর পর। তারপর? আমি গুরুর কৃপা পেয়েছি। এই হচ্ছে বানী। যদিও গুরু শরীর গত ভাবে উপস্থিত থাকেন না, যদি তুমি বানী অনুসরন কর, তাহলে তুমি সাহায্য পাবে।

সুদামাঃ তাই সেখানে কোন প্রশ্ন নেই গুরুর কাছে থাকে আলাদা থাকার শিষ্য গুরুর নির্দেশ পালন করলে।

প্রভুপাদঃ না। চক্ষু-দান-দিল যেই...সেটা কি, পরেরটা হচ্ছে?

সুদামাঃ চক্ষু-দান দিল যেই, জন্মে জন্মে প্রভু সেই।

প্রভুপাদঃ জন্মে জন্মে প্রভু সেই। তাই আলাদা কোথায়? কে আপনার চক্ষু খুলে দিয়েছে, যে জন্মে জন্মে আপনার প্রভু।

পরমহংসঃ আপনি আপনার আধ্যাত্মিক মাস্টার থেকে কখনো তীব্র বিচ্ছেদ বোধ করবেন না?

প্রভুপাদঃ আপনাকে প্রশ্ন করতে হবে না।