BN/Prabhupada 0222 - এই আন্দোলনকে আগে নিয়ে যাওয়া বন্ধ করো না: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Bengali Pages with Videos Category:Prabhupada 0222 - in all Languages Category:BN-Quotes - 1968 Category:BN-Quotes - L...")
 
No edit summary
 
Line 8: Line 8:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|Hindi|HI/Prabhupada 0221 - मायावादी, उन्हे लगता है कि वे भगवान के साथ एक हो गए हैं|0221|HI/Prabhupada 0223 - यह संस्था पूरे मानव समाज को शिक्षित करने के लिए होनी चाहिए|0223}}
{{1080 videos navigation - All Languages|Bengali|BN/Prabhupada 0221 - মায়াবাদীরা মনে করে যে তারা ভগবানের সাথে এক হয়ে যাবে|0221|BN/Prabhupada 0223 - এই সংস্থা পুরো মানব সমাজকে শিক্ষিত করার জন্য হওয়া উচিত|0223}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
Line 30: Line 30:


<!-- BEGIN TRANSLATED TEXT -->
<!-- BEGIN TRANSLATED TEXT -->
এটা একটা খুব ভাল আন্দোলন। অহং ত্বাং সর্ব পাপেভ্য মোক্ষ্যয়স্বামী মা সূচ ([[Vanisource:BG 18.66|ভা.গী.১৮.৬৬]]) ভগবদ গীতাতে বলা হয়েছে, ভগবান বলেছেন, মানুষ কষ্ট পাচ্ছে তার পাপ কর্মের জন্য। অজ্ঞান। অজ্ঞান পাপ কার্যকলাপের জন্য। যেমন একটা মানুষ জানে না। মনে করুন আমার মত এক জন বিদেশি যে আমেরিকায় এসেছে সে জানে না... কারনে ভারতে...যেমন আপনাদের দেশে গাড়ী চালান হয় ডান দিক থেকে, ভারতে, আমি লন্ডনেও দেখেছি গাড়ী চালান হয় বাঁ দিক থেকে। মনে করুন তিনি জানে না, তিনি বাঁ দিক থেকে গাড়ী চালায় এবং কোন দুর্ঘটনা হয়, এবং তাকে পুলিশ ধরে নিয়ে যাবে। এবং যদি তিনি বলে, "মহাশয় আমি জানি না যে এখানে গাড়ী ডান দিক থেকে চালাতে হয়," তাকে মাফ করবে না, আইন তাকে শাস্তি দেবে। তাই অজ্ঞানতা বা পাপী কার্যকলাপ এই আইন ভাঙার কারন। আর যখন আপনি কোন পাপ কার্যকলাপ করবেন তবে তার ফল আপনাকে ভুগতে হবে। তাই পুরো দুনিয়া অজ্ঞানতায় আছে,  আর এই অজ্ঞানতার কারনে এত ক্রিয়া এবং প্রতিক্রিয়াতে বদ্ধ, ভাল অথবা খারাপ। এই জড় জগতে ভাল কিছু নেই, সবকিছুই খারাপ। এইজন্য এখানে নির্মিত করা হয়েছে কিছু ভাল এবং কিছু খারাপ। এখানে...কারন ভগবদ গীতা থেকে আমরা বুঝতে পারি যে এই জগৎ দুঃখালয়ম আশাশ্বতম ([[Vanisource:BG 8.15|ভ.গী.৮.১৫]]) এই জগত দুঃখের জন্য। তাই আপনি কিভাবে বলতে পারেন, সুতরাং কিভাবে আপনি এই একটি দুঃখজনক অবস্থায় বলতে পারেন, যে "এটা ভাল" অথবা "এটা খারাপ" সবকিছুই খারাপ। তাই যে ব্যাক্তি জানে না -জড় বদ্ধ অবস্থা সন্মন্ধে-তিনি কিছু নির্মান করেন। "এটা ভাল, এটা খারাপ," কারন তারা জানে না এখানে সবকিছুই খারাপ,  কিছুই ভাল নেই। আমাদের এই জড় জগতের প্রতি নিরাশ হওয়া উচিত, তাহলে আমরা আধ্যাত্মিক জীবনে অগ্রসর হতে পারব। দুঃখালয়ম অশাশ্বতম ([[Vanisource:BG 8.15|ভ.গী৮.১৫]]) এই জগত দুঃখে ভরা এবং যদি আপনি বিশ্লেষাত্মকভাবে পড়াশোনা করেন তবে আপনি শুধু অনুপযুক্ত অবস্থাই খুঁজে পাবেন। অতএব সব সমস্যা এটাই যে আমাদের শারীরিক শর্তাধীন জীবন ত্যাগ করা অবশ্যক। এবং কৃষ্ণ ভাবনামৃতে আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্য সংগ্রাম করতে হবে আর এইভাবে ভগবদ্ধামে যাবার জন্য যোগ্য হওয়া উচিত, যৎ গত্বান না নিবর্ততে তৎ ধাম পরমম মম ([[Vanisource:BG 15.6|ভ.গী.১৫.৬]]), যেখানে গেলে, আর এই জড় জগতে ফিরে আসতে হয় না। আর এটাই ভগবানের পরম ধাম। তাই ভগবদগীতাতে বিবরন আছে। এই কৃষ্ণ ভাবনামৃত স্বীকৃত এবং খুব গুরুত্বপূর্ন। এখন আপনারা আমেরিকার ছেলে মেয়েরা যারা এই আন্দোলনকে গ্রহণ করেছেন, কৃপাকরে এটিকে আরও গুরুত্ব সহকারে নিন। এটা গুরুমহারাজ এবং চৈতন্য মহাপ্রভুর মিশন,
এটা একটা খুব ভাল আন্দোলন। অহং ত্বাং সর্ব পাপেভ্য মোক্ষ্যয়স্বামী মা সূচ ([[Vanisource:BG 18.66 (1972)|ভা.গী.১৮.৬৬]]) ভগবদ গীতাতে বলা হয়েছে, ভগবান বলেছেন, মানুষ কষ্ট পাচ্ছে তার পাপ কর্মের জন্য। অজ্ঞান। অজ্ঞান পাপ কার্যকলাপের জন্য। যেমন একটা মানুষ জানে না। মনে করুন আমার মত এক জন বিদেশি যে আমেরিকায় এসেছে সে জানে না... কারণ ভারতে...যেমন আপনাদের দেশে গাড়ী চালান হয় ডান দিক থেকে, ভারতে, আমি লন্ডনেও দেখেছি গাড়ী চালান হয় বাঁ দিক থেকে। মনে করুন তিনি জানে না, তিনি বাঁ দিক থেকে গাড়ী চালায় এবং কোন দুর্ঘটনা হয়, এবং তাকে পুলিশ ধরে নিয়ে যাবে। এবং যদি তিনি বলে, "মহাশয় আমি জানি না যে এখানে গাড়ী ডান দিক থেকে চালাতে হয়," তাকে মাফ করবে না, আইন তাকে শাস্তি দেবে। তাই অজ্ঞানতা বা পাপী কার্যকলাপ এই আইন ভাঙার কারণ। আর যখন আপনি কোন পাপ কার্যকলাপ করবেন তবে তার ফল আপনাকে ভুগতে হবে। তাই পুরো দুনিয়া অজ্ঞানতায় আছে,  আর এই অজ্ঞানতার কারণে এত ক্রিয়া এবং প্রতিক্রিয়াতে বদ্ধ, ভাল অথবা খারাপ। এই জড় জগতে ভাল কিছু নেই, সবকিছুই খারাপ। এইজন্য এখানে নির্মিত করা হয়েছে কিছু ভাল এবং কিছু খারাপ। এখানে...কারণ ভগবদ গীতা থেকে আমরা বুঝতে পারি যে এই জগৎ দুঃখালয়ম অশাশ্বতম ([[Vanisource:BG 8.15 (1972)|ভ.গী.৮.১৫]]) এই জগত দুঃখের জন্য। তাই আপনি কিভাবে বলতে পারেন, সুতরাং কিভাবে আপনি এই একটি দুঃখজনক অবস্থায় বলতে পারেন, যে "এটা ভাল" অথবা "এটা খারাপ" সবকিছুই খারাপ। তাই যে ব্যাক্তি জানে না -জড় বদ্ধ অবস্থা সম্বন্ধে, তারা নিজেরা কিছু বানিয়ে নিচ্ছে। "এটা ভাল, এটা খারাপ," কারণ তারা জানে না এখানে সবকিছুই খারাপ,  কিছুই ভাল নেই। আমাদের এই জড় জগতের প্রতি নিরাশ হওয়া উচিত, তাহলে আমরা আধ্যাত্মিক জীবনে অগ্রসর হতে পারব। দুঃখালয়ম অশাশ্বতম ([[Vanisource:BG 8.15 (1972)|ভ.গী৮.১৫]]) এই জগত দুঃখে ভরা এবং যদি আপনি বিশ্লেষাত্মকভাবে পড়াশোনা করেন তবে আপনি শুধু অনুপযুক্ত অবস্থাই খুঁজে পাবেন। অতএব সব সমস্যা এটাই যে আমাদের জাগতিক জীবন ত্যাগ করা অবশ্যক। এবং কৃষ্ণ ভাবনামৃতে আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্য সংগ্রাম করতে হবে আর এইভাবে ভগবদ্ধামে যাবার জন্য যোগ্য হওয়া উচিত, যৎ গত্বান না নিবর্ততে তৎ ধাম পরমম মম ([[Vanisource:BG 15.6 (1972)|ভ.গী.১৫.৬]]), যেখানে গেলে, আর এই জড় জগতে ফিরে আসতে হয় না। আর এটাই ভগবানের পরম ধাম।  
এবং আমরা পরম্পরার মাধ্যমে এই ইচ্ছা বাস্তবায়ন করার চেষ্টা করছি। আপনারা আমাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন, আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি যে আমি দূরে চলে যাবো কিন্তু আপনারা বেঁচে থাকবেন। এই আন্দোলনকে এগিয়ে যাওয়া বন্ধ কোরো না এবং আপনি প্রভুর চৈতন্যের কৃপা লাভ করবেন
 
তাই ভগবদগীতাতে বিবরণ আছে। এই কৃষ্ণ ভাবনামৃত প্রামাণিক এবং খুব গুরুত্বপূর্ণ এখন তোমরা আমেরিকার ছেলে মেয়েরা যারা এই আন্দোলনকে গ্রহণ করেছ, কৃপা করে এটিকে আরও গুরুত্ব সহকারে নাও। এটা গুরুমহারাজ এবং চৈতন্য মহাপ্রভুর মিশন,
এবং আমরা পরম্পরার মাধ্যমে এই ইচ্ছা বাস্তবায়ন করার চেষ্টা করছি। তোমরা আমাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছ, আমি তোমাদের সবাইকে অনুরোধ করছি যে আমি চলে যাবো কিন্তু তোমরা বেঁচে থাকবে। এই আন্দোলনকে এগিয়ে যাওয়া বন্ধ কোরো না এবং এভাবে তোমরাও ভগবান চৈতন্যের কৃপা লাভ করবে এবং শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের আশীর্বাদ পাবে।
 
অনেক ধন্যবাদ।
<!-- END TRANSLATED TEXT -->
<!-- END TRANSLATED TEXT -->

Latest revision as of 04:58, 7 December 2021



His Divine Grace Srila Bhaktisiddhanta Sarasvati Gosvami Prabhupada's Disappearance Day, Lecture -- Los Angeles, December 9, 1968

এটা একটা খুব ভাল আন্দোলন। অহং ত্বাং সর্ব পাপেভ্য মোক্ষ্যয়স্বামী মা সূচ (ভা.গী.১৮.৬৬) ভগবদ গীতাতে বলা হয়েছে, ভগবান বলেছেন, মানুষ কষ্ট পাচ্ছে তার পাপ কর্মের জন্য। অজ্ঞান। অজ্ঞান পাপ কার্যকলাপের জন্য। যেমন একটা মানুষ জানে না। মনে করুন আমার মত এক জন বিদেশি যে আমেরিকায় এসেছে সে জানে না... কারণ ভারতে...যেমন আপনাদের দেশে গাড়ী চালান হয় ডান দিক থেকে, ভারতে, আমি লন্ডনেও দেখেছি গাড়ী চালান হয় বাঁ দিক থেকে। মনে করুন তিনি জানে না, তিনি বাঁ দিক থেকে গাড়ী চালায় এবং কোন দুর্ঘটনা হয়, এবং তাকে পুলিশ ধরে নিয়ে যাবে। এবং যদি তিনি বলে, "মহাশয় আমি জানি না যে এখানে গাড়ী ডান দিক থেকে চালাতে হয়," তাকে মাফ করবে না, আইন তাকে শাস্তি দেবে। তাই অজ্ঞানতা বা পাপী কার্যকলাপ এই আইন ভাঙার কারণ। আর যখন আপনি কোন পাপ কার্যকলাপ করবেন তবে তার ফল আপনাকে ভুগতে হবে। তাই পুরো দুনিয়া অজ্ঞানতায় আছে, আর এই অজ্ঞানতার কারণে এত ক্রিয়া এবং প্রতিক্রিয়াতে বদ্ধ, ভাল অথবা খারাপ। এই জড় জগতে ভাল কিছু নেই, সবকিছুই খারাপ। এইজন্য এখানে নির্মিত করা হয়েছে কিছু ভাল এবং কিছু খারাপ। এখানে...কারণ ভগবদ গীতা থেকে আমরা বুঝতে পারি যে এই জগৎ দুঃখালয়ম অশাশ্বতম (ভ.গী.৮.১৫) এই জগত দুঃখের জন্য। তাই আপনি কিভাবে বলতে পারেন, সুতরাং কিভাবে আপনি এই একটি দুঃখজনক অবস্থায় বলতে পারেন, যে "এটা ভাল" অথবা "এটা খারাপ" সবকিছুই খারাপ। তাই যে ব্যাক্তি জানে না -জড় বদ্ধ অবস্থা সম্বন্ধে, তারা নিজেরা কিছু বানিয়ে নিচ্ছে। "এটা ভাল, এটা খারাপ," কারণ তারা জানে না এখানে সবকিছুই খারাপ, কিছুই ভাল নেই। আমাদের এই জড় জগতের প্রতি নিরাশ হওয়া উচিত, তাহলে আমরা আধ্যাত্মিক জীবনে অগ্রসর হতে পারব। দুঃখালয়ম অশাশ্বতম (ভ.গী৮.১৫) এই জগত দুঃখে ভরা এবং যদি আপনি বিশ্লেষাত্মকভাবে পড়াশোনা করেন তবে আপনি শুধু অনুপযুক্ত অবস্থাই খুঁজে পাবেন। অতএব সব সমস্যা এটাই যে আমাদের জাগতিক জীবন ত্যাগ করা অবশ্যক। এবং কৃষ্ণ ভাবনামৃতে আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্য সংগ্রাম করতে হবে আর এইভাবে ভগবদ্ধামে যাবার জন্য যোগ্য হওয়া উচিত, যৎ গত্বান না নিবর্ততে তৎ ধাম পরমম মম (ভ.গী.১৫.৬), যেখানে গেলে, আর এই জড় জগতে ফিরে আসতে হয় না। আর এটাই ভগবানের পরম ধাম।

তাই ভগবদগীতাতে বিবরণ আছে। এই কৃষ্ণ ভাবনামৃত প্রামাণিক এবং খুব গুরুত্বপূর্ণ এখন তোমরা আমেরিকার ছেলে মেয়েরা যারা এই আন্দোলনকে গ্রহণ করেছ, কৃপা করে এটিকে আরও গুরুত্ব সহকারে নাও। এটা গুরুমহারাজ এবং চৈতন্য মহাপ্রভুর মিশন, এবং আমরা পরম্পরার মাধ্যমে এই ইচ্ছা বাস্তবায়ন করার চেষ্টা করছি। তোমরা আমাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছ, আমি তোমাদের সবাইকে অনুরোধ করছি যে আমি চলে যাবো কিন্তু তোমরা বেঁচে থাকবে। এই আন্দোলনকে এগিয়ে যাওয়া বন্ধ কোরো না এবং এভাবে তোমরাও ভগবান চৈতন্যের কৃপা লাভ করবে এবং শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের আশীর্বাদ পাবে।

অনেক ধন্যবাদ।