BN/Prabhupada 0341 - যিনি বুদ্ধিমান, তিনি এই প্রক্রিয়াটি গ্রহণ করবে

Revision as of 06:10, 16 December 2021 by Soham (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 9.1 -- Melbourne, June 29, 1974

প্রভুপাদঃ হুম?

মধুদীশঃ তিনি জিজ্ঞাসা করছেন যে কোন জ্ঞান কৃষ্ণ অর্জুনের কাছে প্রকাশ করেছিলেন?

প্রভুপাদঃ হ্যাঁ, কৃষ্ণ বললেন, "তুমি বদমাশ, আমার কাছে আত্মসমর্পণ কর।" "আপনারা সব দুষ্ট, কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করুন।" তারপর আপনার জীবন সফল হবে। এটি কৃষ্ণের শিক্ষার সার।

সর্ব ধর্মান পরিত্যজ্য
মাং একম শরণং ব্রজ
(ভ.গী.১৮.৬৬)

কৃষ্ণ কেবল অর্জুনকে জিজ্ঞেস করছে না তিনি আমাদের সব দুষ্টকে বলছেন, যে, "আপনি খুশি হওয়ার জন্য অনেক কিছু তৈরি করছেন আপনি কখনো খুশি হবেন না, আশ্বাসন নিতে পারেন। কিন্তু আমার কাছে আত্মসমর্পণ কর, এবং আমি তোমাকে খুশি করব। "এটা কৃষ্ণভাবনা, ব্যাস। এক লাইন। সুতরাং যে বুদ্ধিমান ব্যক্তি, সে এই প্রক্রিয়া গ্রহণ করবেন, যে "আমি খুশী হবার আমি পুরো চেষ্টা করেছি সুখী হতে, কিন্তু সবকিছু ব্যর্থ হয়। এখন আমাকে কৃষ্ণের প্রতি সমর্পণ করতে হবে। "ব্যাস।