BN/Prabhupada 0366 - তোমরা সকলে গুরু হও, কিন্তু আজেবাজে কথা বলবে না

Revision as of 18:16, 26 July 2018 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Bengali Pages with Videos Category:Prabhupada 0366 - in all Languages Category:BN-Quotes - 1976 Category:BN-Quotes - L...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on SB 6.1.21 -- Honolulu, May 21, 1976

তাই, চৈতন্য মহাপ্রভুর সর্বশেষ ঘোষনা: কৃষ্ণস্তু ভগবান স্বংয় (শ্রী.ভা.১.৩.২৮)। যারে দেখ তারা কহ কৃষ্ণ-উপদেশ (চৈ.চ.মধ্য ৭.১২৮)। চৈতন্য মহাপ্রভুর, এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রচার, এই প্রচার কি? তারা বলে যে, "তোমাদের মধ্যে সবাই গুরু হও।" তারা বদমাশ গুরু চায় না, বরং প্রকৃত গুরুকে চায়। এই তারা চান। কারণ মানুষ অন্ধকারে আছে, তাই তাদের ব্যাখ্যা করার জন্য আমাদের অনেক লক্ষাধিক গুরুর দরকার। অতএব, চৈতন্য মহাপ্রভুর মিশন, তিনি বলেন, "আপনি একজন গুরু হয়ে যান।" আমার আজ্ঞায় গুরু হৈয়া তার এই দেশ। আপনাকে বিদেশে যেতে হবে না। আপনি যেখানেই থাকুন, আপনি শেখেন, একজন গুরু হন। এটা কোন ব্যাপার না তারা বলে, এই দেশ। যদি আপনার ক্ষমতা থাকে, তবে আপনি অন্য দেশে যেতে পারেন তবে এটি প্রয়োজনীয় নয়। যে কোন গ্রামে, যে কোন দেশে বা শহরে আপনি আছেন, আপনি একজন গুরু হন। এটি চৈতন্য মহাপ্রভুর মিশন। আমার আজ্ঞায় গুরু হৈয়া তার এই দেশ। "এই দেশ, এটি স্থান।" সুতরাং, "কিন্তু আমার কোন যোগ্যতা নেই। আমি কিভাবে একজন গুরু হয়ে উঠতে পারি?" যোগ্যতার প্রয়োজন নেই। "আমি এখনও একজন গুরু হয়ে উঠতে পারি?" হ্যাঁ। "কিভাবে?" যারে দেখ তারে কহ কৃষ্ণ উপদেশ (চৈ.চ.মধ্য ৭.১২৮)। "যাকেই তুমি দেখ, শুধুমাত্র কৃষ্ণ যা বলেছেন তাই উপদেশ দিন। ব্যাস। আপনি একজন গুরু হয়ে উঠুন। " প্রত্যেকেই একজন গুরু হতে আগ্রহী, কিন্তু ধুর্তরা জানে না কিভাবে একজন গুরু হতে হবে, সহজ জিনিস। এই দেশে অনেক গুরু আসেন ভারত থেকে, সব বদমাশ, কিন্তু কৃষ্ণ কী নির্দেশ দিয়েছেন তা নিয়ে তারা কথা বলবে না। সম্ভবত প্রথমবারের মতো, এটি কৃষ্ণ ভাবনামৃতে শুরু হয়েছে। অন্যথায় সমস্ত দুষ্ট, তিনি আরো কিছু নির্দেশাবলী দিয়েছেন, কিছু ধ্যান, এই, সেই সব, প্রতারণা। প্রকৃত গুরু তিনি যিনি কৃষ্ণ যা বলেছেন তাই প্রচার করেন। এটা নয় যে আপনি আপনার শিক্ষা নির্মাণ করবেন। না। এটি চৈতন্য মহাপ্রভু। নির্মাণের কোন প্রয়োজন নেই। নির্দেশ ইতিমধ্যে সেখানে আছে। আপনাকে শুধু বলতে হবে, "এটা এটা।" ব্যাস। এটা কি খুব কঠিন কাজ? বাবা বলেন, "এটি একটি মাইক্রোফোন।" একটি শিশু বলতে পারেন যে "বাবা বলেছেন এটি মাইক্রোফোন।" তিনি গুরু হয়ে যান। কোথায় সমস্যা? অনুমোদন, বাবা বলেন, "এটি একটি মাইক্রোফোন।" একটি শিশু কেবল বলতে পারেন, "এটি একটি মাইক্রোফোন।" একইভাবে, কৃষ্ণ বলেছেন, "আমি পরম।" তাই যদি আমি বলি, "কৃষ্ণ পরম," আমার অসুবিধা কোথায়, যতক্ষণ আমি কৃষ্ণ বা পরম হবার জন্য অন্যদেরকে প্রতারণা করব? এটা প্রতারণা। কিন্তু আমি যদি সত্যি সত্যি বলি, "কৃষ্ণ পরম পুরুষ ভগবান। তিনি সবকিছুর মালিক। তিনি পূজনীয়," তাই আমার অসুবিধা কোথায়? সুতরাং এই আমাদের মিশন। এটা আমাদের অনুরোধ যে আপনারা সবাই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে এসেছেন, আপনি, আপনারা সবাই, গুরু হন কিন্তু অর্থহীন কথা বলবেন না। এইটা অনুরোধ। শুধু কৃষ্ণ যা বলেছেন তাই বলুন। তাহলে আপনি ব্রাহ্মণ হবেন। আপনি একজন গুরু হবেন এবং অন্য সবকিছু হয়ে উঠবেন। অনেক অনেক ধন্যবাদ।