BN/Prabhupada 0434 - প্রতারকের কাছ থেকে শুনবে না এবং অন্যদের প্রতারণা করার চেষ্টা কোর না

Revision as of 16:48, 29 June 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0023: VideoLocalizer - changed YouTube player to show hard-coded subtitles version)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Morning Walk -- May 10, 1975, Perth

শ্রীল প্রভুপাদ: আধুনিক যুগ মানে সবাই বদমাশ এবং নির্বোধ। তাই আমরা এই বদমাশ এবং নির্বোধদের অনুসরণ করতে পারি না। তোমাদের উচিত সর্বোচ্চ নিখুঁত শ্রীকৃষ্ণকে অনুসরণ করা।

পরমহংস: সমস্যাটি হচ্ছে সকলেই প্রতারণা করছে। প্রত্যেকেই এই জ্ঞান বা ওই জ্ঞান উপস্থাপন করছে।

শ্রীল প্রভুপাদ: অতএব আমাদের উচিত শ্রীকৃষ্ণকে অনুসরণ করা, যে প্রতারণা করে না। তুমি প্রতারক, তাই তুমি প্রতারকদের বিশ্বাস করছ। আমরা প্রতারণা করি না, এবং আমরা এমন মানুষকে গ্রহণ করি যে প্রতারণা করে না। এটিই হলো তোমার আর আমার মধ্যে পার্থক্য।

গণেশ: কিন্তু আমরা আপনার কাছে আসার পূর্বে প্রতারক ছিলাম, শ্রীল প্রভুপাদ। আমরা সবাই প্রতারক ছিলাম, তাহলে এটি কীভাবে সম্ভব যে আমরা প্রতারকদের গ্রহণ করব না? কীভাবে সম্ভব যে আমরা প্রতারকেরা আপনার কাছ থেকে কিছু জ্ঞান গ্রহণ করলাম?

শ্রীল প্রভুপাদ: হ্যাঁ, কারণ শ্রীকৃষ্ণ যা বলেছেন আমরা তাই বলছি। সে প্রতারক নয়। সে ভগবান। আমি যে তোমাদের সাথে কথা বলছি, এই নয় যে, আমি আমার নিজ জ্ঞান থেকে বলছি। আমি তাই উপস্থাপন করছি যা শ্রীকৃষ্ণ বলেছেন। এটিই। অতএব আমি প্রতারক না। আমিও নিশ্চিতভাবে প্রতারক হতাম, কিন্তু যেহেতু আমি শুধু শ্রীকৃষ্ণের কথা বলছি তাই আমি প্রতারক নই। (দীর্ঘ বিরতি) শ্রীকৃষ্ণ বলেছেন, বেদাহং সমাতীতানি (শ্রীমদ্ভগবদগীতা ৭।২৬) "আমি অতীত, বর্তমান এবং ভবিষ্যত জানি।" অতএব তিনি প্রতারক নন। কিন্তু যতদূর আমরা চিন্তা করতে পারি, আমরা জানি না অতীত কি ছিল এবং ভবিষ্যত কি হবে। এবং আমরা বর্তমান সম্পর্কেও ভালোভাবে জানি না। এবং আমরা যদি কিছু বলি, সেটিও প্রতারণা। এটি হলো প্রতারণা। (দীর্ঘ বিরতি) আমাদের কৃষ্ণভাবনামৃত আন্দোলন হলো এই যে প্রতারকদের কথা শুনব না এবং অন্যদের সাথে প্রতারণা করার চেষ্টাও করব না। সৎ হও এবং কর্তৃপক্ষের কাছ থেকে শুন। যিনি হলেন শ্রীকৃষ্ণ। (দীর্ঘ বিরতি)

অমোঘ: শ্রীল প্রভুপাদ? এটি কেন যে কিছু মানুষ, যখন কৃষ্ণভাবনামৃত সম্পর্কে শুনে তারা এটি গ্রহণ করে এবং কিছু মানুষ গ্রহণ করে না। এবং তারপরও যারা এটি গ্রহণ করে তাদের মধ্যে কিছু মানুষ এখানে টিকতে পারে, এবং কিছু মানুষ এটি গ্রহণ করার পরও অনেক সময় তারা অকৃতকার্য হয়?

শ্রীল প্রভুপাদ: এটি হলো সৌভাগ্য অথবা দুর্ভাগ্য। ঠিক যেমন একজন তার বাবার সম্পত্তির উত্তরাধিকারী হয়। অনেক মিলিয়ন ডলার এবং টাকার অপব্যবহার করার ফলে সে গরিব হয়ে যায়। এর মত। সে হলো দুর্ভাগা। সে টাকা পেয়েছে কিন্তু সে এগুলোর সদ্ব্যবহার করতে পারে নি।

জয়ধর্ম: সৌভাগ্য মানে কি শ্রীকৃষ্ণের করুণা?

শ্রীল প্রভুপাদ: শ্রীকৃষ্ণের করুণা এখানে সবসময় আছে। এটি তোমার স্বাধীন ইচ্ছার অপব্যবহার। তুমি না.. তোমাকে এই সুযোগটি দেয়া হয়েছে- এটি হলো সৌভাগ্য। কিন্তু তুমি এই ভাগ্য গ্রহণ করছ না। এটি হলো তোমার দুর্ভাগ্য। চৈতন্য চরিতামৃতে এটি বলা হয়েছে। ভগবান শ্রীচৈতন্যদেব বলেছেন, এই রূপে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব (চৈ.চ. মধ্য ১৯।১৫১) কোন- কিছু ভাগ্যবান মানুষ এটি গ্রহণ করবে। কারন তারা বেশিরভাগই দুর্ভাগা। শুধু দেখ, সম্পূর্ণ ইউরোপ এবং আমেরিকা জুড়ে আমরা প্রজ্ঞাপন জারি করছি। কতজন ছাত্র-ছাত্রী এসেছে? খুবই অল্প সংখ্যক, যদিও তারা এসেছে। তারা ভাগ্যবান।