BN/Prabhupada 0433 - আমরা বলি, "তোমাদের অবৈধ মৈথুনভোগ করা উচিৎ নয়"



Morning Walk -- May 13, 1975, Perth

গণেশ: শ্রীল প্রভুপাদ, শ্রীঈশোপনিষদে এটি বলা হয়েছে যে প্রত্যেককে অবশ্যই অজ্ঞানতার পদ্ধতি শিখতে হবে, একইসাথে আত্মোপলব্ধির পদ্ধতিও শিখতে হবে।

শ্রীল প্রভুপাদ: হুম?

গণেশ: ঈশোপনিষদে আছে, প্রবৃত্তির সাথে নিবৃত্তি। সেটি কেমন?

শ্রীল প্রভুপাদ: প্রবৃত্তি এবং নিবৃত্তি কি?

অমোঘ: সে বলছে যে ঈশোপনিষদে এটি বলা হয়েছে তোমার উচিত একইসাথে আত্মোপলব্ধি এবং অজ্ঞানতা দূরীকরণের পদ্ধতি শিখা।

শ্রীল প্রভুপাদ: অজ্ঞানতা, হ্যাঁ। এটিই হলো প্রবৃত্তি এবং নিবৃত্তি। প্রবৃত্তি মানে হলো আনন্দ পাওয়ার অনুভূতি। আর নিবৃত্তি মানে হলো নিজে থেকে অস্বীকৃতি জানানো। তাই যখন আমরা বলি যে, "তুমি অবৈধ যৌনসঙ্গ করতে পারবে না," এবং তাদের আগ্রহ হলো অবৈধ যৌনসঙ্গ, তাই এটি হচ্ছে এক বৈপ্লবিক পরিবর্তন। তারা সব বিষয়ী লোকজন। তারা চায় তাদের সর্বোচ্চ সামর্থ্য পর্যন্ত যৌনসুখ উপভোগ করতে- সমকামী, এই ধরণের যৌনতা, ওই ধরণের যৌনতা, নগ্ন নৃত্য, যত ধরনের যৌন ইচ্ছা আছে সবকিছুতেই প্রবৃত্তি। আর আমরা বলছি, "এগুলো বন্ধ কর," এটিই নিবৃত্তি। তারা এটি পছন্দ করে না কারণ তারা অসুর। প্রবৃত্তি জগৎ। তারা জানে না এটি যে গুরুত্বপূর্ণ। তারা এটি জানে না। এটি গুরুত্বপূর্ণ। তপসা ব্রহ্মচর্যেন (শ্রীমদ্ভাগবতম ৬/১/১৩) তপস্যা মানে ব্রহ্মচর্য। এইসব তথাকথিত স্বামীরা তথাকথিত যোগ অভ্যাস করানোর জন্য আসে এবং.. কিন্তু তারা নিজেরাই কামের শিকার। এটিই চলছে। আসলে, এটি একটি প্রতারণা- তারা স্বামী সাজে এবং কিছু যোগ অনুশীলনের পদ্ধতি শিক্ষা দেয়- কারণ তারা জানে না যে প্রথমেই একজনকে এটি বন্ধ করতে হবে। ব্রহ্মচর্যেন। তাই এই ধরনের প্রতারণা সম্পূর্ণ পৃথিবীতে চলছে এবং আমরাই এর বিপরীতে কথা বলছি। মূর্খোপদেশ হি প্রকোপায় ন শান্তয়ে। যদি তুমি মূর্খদের উপদেশ দাও, সে রেগে যাবে। সে এই সুযোগটি গ্রহণ করবে না। এই হল আমাদের অবস্থা। যত ধরনের তথাকথিত অধ্যাপক, দার্শনিক, আছে তারা সকলেই প্রবৃত্তি মার্গে আছে। অতএব তারা যখন কাউকে নিয়ে আসছে, "আমাদের ব্যাখ্যাটি এমন।" প্রবৃত্তি মার্গ। কারণ তারা যদি শাস্ত্র থেকে কোন যুক্তি খুঁজে পায়, তখন তারা ভাবে, "আমরা নিরাপদেই আছি।" এই চলছে। প্রবৃত্তিং চ নিবৃত্তিম্ জনা ন বিদুরাসুরাঃ। সম্পূর্ণ পৃথিবীটা অসুরে ভরে গেছে, হিরণ্যকশ্যিপুর বংশধর এবং এটি খুবই কঠিন। কিন্তু আমরা যদি তাদের হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার সুযোগ দেই, তাহলে ধীরে ধীরে তারা বুঝতে পারবে। (দীর্ঘ বিরতি) আমাদের অসুবিধা হলো তথাকথিত স্বামী, যাজক, পাদ্রি, সবাই প্রবৃত্তি মার্গে আছে। সকল যাজকেরাই অবৈধ যৌনসঙ্গ করছেন। প্রবৃত্তি মার্গ। তাই তারা সমর্থন করছেন, " হ্যাঁ, তোমরা সমকামীতা করতে পার।" তারা পুরুষে পুরুষে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে। তোমরা জান? তারা চার্চে উন্মুক্ত ভাবে পুরুষে পুরুষে বিবাহ দিচ্ছে। তারা কোন শ্রেণীর মানুষ? এবং তারা যাজক। ভেবে দেখ। কেমন অধঃপতিত লোক, নেশা করছে... তাদের মদ্যপানজনিত রোগ নিরাময়ের জন্য তারা হাসপাতাল বানিয়েছে। আমেরিকায় একটি হাসপাতালে পাঁচ হাজার রোগী, সবাই মদ্যপ এবং তারা যাজক। ভেবে দেখ। কেবল লম্বা পোশাক পরলেই, কি যেন বলে এটিকে, ওভারকোট?

শ্রুতকীর্তিঃ আলখাল্লা।

অমোঘ: অভ্যাস?

শ্রীল প্রভুপাদ: আলখাল্লা এবং ক্রস, তাতেই তারা হয়ে গেছে। ভারতেও এমন, শুধুমাত্র পৈতা থাকলেই তারা ব্রাহ্মণ। দুই পয়সার পৈতা। ব্যাস্‌।

পরমহংসঃ এমনকি রেল স্টেশনের কুলি পর্যন্ত।

শ্রীল প্রভুপাদ: এবং শুধুমাত্র একটি দন্ড থাকলেই সে সন্ন্যাসী। সারা পৃথিবীতে এই চলছে। মুসলমান, লম্বা দাড়ি থাকলেই সে মুসলমান। মুসলেহ ইমান। মুসলেহ মানে পূর্ণ এবং ইমান মানে সৎ। এটি হলো মুসলমানের অর্থ। সম্পূর্ণ সৎ, সম্পূর্ণ অনুগত।