BN/Prabhupada 0444 - গোপীরা বদ্ধ আত্মা নয়, তারা মুক্ত আত্মা

Revision as of 07:02, 22 June 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 2.8-12 -- Los Angeles, November 27, 1968

প্রভুপাদঃ হুম?

ভক্তঃ আমি আপনার লেখা এক জায়গায় পড়েছি। রাধা এবং কৃষ্ণের গুঢ় লীলার বিষয়গুলি বোঝার জন্য আমাদের গোপীদের দাসের দাস হতে হবে, এবং আমি অনুমান করলাম যে আপনি গোপীদের দাস ছিলেন। এটা কি ঠিক? অথবা ...কিভাবে আমি গোপীদের সেবকদের সেবা করব?

প্রভুপাদঃ গোপী, তারা বদ্ধ জীব নয়। তারা মুক্ত জীব। তাই প্রথমে তোমাকে এই বদ্ধ জীবন থেকে বেরিয়ে আসতে হবে। তারপর গোপীদের সেবা করার প্রশ্ন আসবে। এখন এই মুহূর্তে, গোপীদের সেবা করতে খুব আগ্রহী হবে না। কেবল তোমার বদ্ধ জীবন থেকে বেরিয়ে আসার চেষ্টা কর। তাহলে এমন সময় আসবে যখন তুমি গোপীদের সেবা করতে পারবে। এই বদ্ধ অবস্থায় আমরা কোন সেবা করতে পারব না। কৃষ্ণ এটি সম্পাদন করছে। কৃষ্ণ আমাদের এই অর্চা বিগ্রহের সেবা করার সুযোগ দিচ্ছেন। ঠিক যেমন আমরা কৃষ্ণের বিগ্রহ রাখি, নিয়মের অধীনে প্রসাদ নিবেদন করি, নীতির অধীনে। তাই আমরা এইভাবে অগ্রগতি করতে পারি, এই জপ, শ্রবণের মাধ্যমে, এবং মন্দিরের মধ্যে উপাসনা, আরতি, প্রসাদ নিবেদন। এই ভাবে, আমরা অগ্রগতি লাভ করি, তারপর স্বাভাবিকভাবেই শ্রীকৃষ্ণ তোমার কাছে প্রকাশিত হবে, এবং তুমি তোমার অবস্থান বুঝতে পারবে, কিভাবে তুমি ... গোপী মানে যে সর্বদা ভগবানের সেবায় মগ্ন। যাতে করে সেই সম্পর্ক প্রকাশিত হবে। সুতরাং আমাদের তার জন্য অপেক্ষা করতে হবে। অবিলম্বে আমরা গোপীদের সেবা অনুকরণ করতে পারি না। .. এটি একটি ভাল কথা যে আমরা গোপীদের সেবা করব, কিন্তু এটি সময় লাগবে। অবিলম্বে হবে না। বর্তমানে আমাদের নিয়ম-নীতি অনুসরণ করে নিয়মিত সেবা করে যেতে হবে।