BN/Prabhupada 0524 - অর্জুন কৃষ্ণের নিত্য বন্ধু। তিনি বিভ্রান্ত হতে পারে না

Revision as of 05:48, 20 January 2018 by Iswaraj (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Bengali Pages with Videos Category:Prabhupada 0524 - in all Languages Category:BN-Quotes - 1968 Category:BN-Quotes - L...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 7.1 -- Los Angeles, December 2, 1968

প্রভুপাদঃ হ্যাঁ। জয়-গোপালঃভগবত গীতা যথাযথের চতুর্থ অধ্যায়, বলা হয় যে, বহু বছর আগে ভগবান-গীতার ভাষণে সূর্য দেবতার কাছে উপস্থিত ছিলেন অর্জুন। তারা কি অবস্থায় আছে? প্রভুপাদঃ তিনিও উপস্থিত ছিলেন, কিন্তু তিনি ভুলে গেছেন। জয় গোপালঃ কোন অবস্থানে সে ছিল,যদি এটা কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে বলা না হত? কোন অবস্থায়? প্রভুপাদঃ অর্জুনকে সেই অবস্থানে রাখা হয়েছিল মহান ভগবান দ্বারা, অন্যথায়... যেমন এই থিয়েটার স্টেজে, উভয়েই পিতা এবং পুত্র, তারা অভিনয় করছে কিছু অংশে। পিতা রাজার চরিত্রে অভিনয় করছে এবং পুত্র আরেকজন রাজার চরিত্রে, উভয়েই বৈরীভাবাপন্ন। কিন্তু আসলে তারা যেমন অভিনয় করছে। তেমনই, অর্জুন হচ্ছে কৃষ্ণের নিত্য বনধু, সে প্রতারনা করতে পারে না। কিভাবে সে বিভ্রান্ত হতে পারে, যদি কৃষ্ণ তার সবসময়ের বনধু হয়। কিন্তু সে মনে হয় বিভ্রান্ত, কারন সে বদ্ধ জীবের ভুমিকায় অভিনয় করছে। এবং কৃষ্ণ পুরো ব্যাপারটা ব্যাখ্যা করছেন। তিনি অভিনয় করছেন একজন সাধারন মানুষের ভুমিকায়, সেইজন্য তার সমস্ত প্রশ্ন সাধারন মানুষের মতো। অন্যথায়...কারন গীতার শিক্ষা নষ্ট হয়ে গিয়েছিল, যেটা বর্ননা করা হয়েছে। তাই কৃষ্ণ আবার গীতার যোগ পদ্ধতি প্রদান করতে চাইছেন। সুতরাং কেউ অবশ্যই জিজ্ঞাস করবে, যেমন আপনি জিজ্ঞাস করছেন, আমি উত্তর দিচ্ছি। তেমনই অর্জুন, যদিও সে মনে হয় মায়াতে আছে, সে নিজে একজন বদ্ধ আত্মার প্রতিনিধিত্ব করছেন। এবং সে অনেক কিছু জিজ্ঞাসা করছে, উত্তর দেওয়া হচ্ছে ভগবান দ্বারা।