BN/Prabhupada 0609 - আপনারা অনেকে হরেকৃষ্ণ জপ করছেন, এটা আমার সাফল্য

Revision as of 05:10, 10 March 2018 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Bengali Pages with Videos Category:Prabhupada 0609 - in all Languages Category:BN-Quotes - 1972 Category:BN-Quotes - A...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Arrival Lecture -- Los Angeles, May 18, 1972

আমার প্রিয় ছেলে ও মেয়েরা, প্রায় ছয় বছর আগে আমি আপনাদের দেশে এসেছি, একেলা এই একজোড়া করতালের সাথে। এখন আপনারা অনেকে হরে কৃষ্ণ জপ করছেন। এটা আমার সফলতা। এটা চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যবানী ছিল।

পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম
সর্বত্র প্রচারিত হইবে মোর নাম
(চৈ.ভা. অন্ত খন্ড ৪.১২৬)

চৈতন্য মহাপ্রভুর ইচ্ছা ছিল সকল শহরে, পৃথিবীর যতগুলি শহর ও গ্রাম আছে সর্বত্র আমার নাম প্রচারিত হবে।" তিনি কৃষ্ণ নিজে, স্বয়ং কৃষ্ণ, কৃষ্ণ চৈতন্য নান্মে, কৃষ্ণ শুধুমাত্র চৈতন্য রূপে তার নাম পরিবর্তন করেছেন। সুতরাং তার ভবিষ্যদ্বাণী কখনো ব্যর্থ হবে না। এটা একটা সত্য। সুতরাং আমার পরিকল্পনা ছিল যে "আমাকে আমেরিকা যেতে হবে। আমেরিকা বিশ্বের নেতৃস্থানীয় দেশ। যদি আমি আমেরিকার তরুণ প্রজন্মকে বিশ্বাস দিতে পারি, তবে তারা গ্রহণ করবে।" আমি বৃদ্ধ মানুষ আমি ৭০ বছর বয়সে এখানে এসেছি; এখন আমার ছিয়াত্তর। তাই আমার সতর্কতা ইতিমধ্যেই আছে। উনিশশো একাত্তরে, আমার হৃদযন্ত্রে একটি গুরুতর আঘাত হয়েছিল। আপনারা সব জানেন, তাই চৈতন্য মহাপ্রভুর মিশন এখন আপনাদের হাতে। আপনারা আমেরিকান ছেলে এবং মেয়েরা, খুব বুদ্ধিমান এবং কৃষ্ণ দ্বারা কৃপা প্রাপ্ত। আপনারা দারিদ্র্য নয়। আপনাদের যথেষ্ট সম্পদ আছে, প্রতিপত্তি আছে। ভৌতিক দৃষ্টিতে আপনাদের সবকিছু আছে, আপনারা সব ভালভাবে-সজ্জিত। যদি আপনারা এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনকে গুরুত্ব সহকারে নেন, আপনার দেশ বেঁচে যাবে, এবং সমগ্র বিশ্ব বেঁচে যাবে।