BN/Prabhupada 0640 - নিজেকে ভগবান ঘোষণা করে এমন দুষ্ট আপনি খুঁজে পাবেন - ওনার মুখে লাথি মারুন

Revision as of 17:17, 29 June 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0023: VideoLocalizer - changed YouTube player to show hard-coded subtitles version)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 2.30 -- London, August 31, 1973

এই রূপে। এই মহাবিশ্বের মধ্যে অনেক লক্ষ লক্ষ এবং কোটি কোটি জীব বিদ্যমান। এবং তারা ৮৪ লক্ষ বিভিন্ন প্রজাতির মধ্যে এইভাবে ঘুরছে, দুর্ভাগ্যবশত। শুধু পুনরাবৃত্তি ঘটছে, জন্ম ও মৃত্যু, জন্ম ও মৃত্যু ভিন্ন ভিন্নভাবে ... তাদের মধ্যে যদি একজন মহাভাগ্যবান হয়, তাকে সুযোগ দেওয়া হয়, গুরু-কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। গুরু এবং কৃষ্ণের কৃপায়, সে ভক্তিলতা বীজ পায়। আর যদি সে বুদ্ধিমান হয় তবে, বুদ্ধিমান না হলে কিভাবে সে ভক্তিলতা বীজ পাবে? সেটি হচ্ছে দীক্ষা। এবং যদি সে জল সেচন করে... ঠিক যেমন যদি আপনি একটি ভাল বীজ পান, আপনাকে এটি বপন করতে হবে এবং একটু একটু করে জল ঢালতে হবে ... তাহলে এটির বৃদ্ধি হবে। অনুরূপভাবে, যিনি মহা ভাগ্যে কৃষ্ণভাবনামৃতে এসেছেন, ভগবদ্ভক্তির বীজ পেয়েছেন, তাঁর উচিত এতে জল সেচন করা। এবং সেচন কি? শ্রবণ কীর্তন জলে করয়ে সেচন (চৈ.চ.মধ্য ১৯.১৫২) এটি হচ্ছে জলসিঞ্চন। শ্রীকৃষ্ণ সম্বন্ধে এই শ্রবণ এবং কীর্তন, এই হচ্ছে জলসেচন। প্রবচনে অনুপস্থিত থাকবে না। এই শ্রবণ এবং কীর্তন হচ্ছে ভক্তিমূলক সেবার বীজে জল সিঞ্চন করা। যদি তুমি একে লোকদেখানো বানিয়ে ফেল এবং শ্রবণে অনুপস্থিত থাকো ... এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। শ্রবণং কীর্তনম বিষ্ণু (ভাগবত ৭.৫.২৩)। এটি খুবই গুরুত্বপূর্ণ ব্যপার। শ্রবণ করা। শ্রবণং কীর্তনং মানে অন্য কোন জীবের সম্বন্ধে শ্রবণ কীর্তন নয়। না। বিষ্ণু। শ্রবণং কীর্তনম্। বদমাশেরা "কালী কীর্তন" বানিয়েছে।

শাস্ত্রে কোথায় আছে যে 'কালী কীর্তন', 'শিব কীর্তন'? না। কীর্তন মানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মহিমা জয়গান করা। এটা হচ্ছে কীর্তন। অন্য কোন কীর্তন নয়। কিন্তু ওরা প্রতিযোগিতা করতে কালী কীর্তন বানিয়েছে। শাস্ত্রে কোথায় আছে কালী কীর্তন? দুর্গা কীর্তন? এগুলি সব আজেবাজে কথা। শুধুমাত্র শ্রীকৃষ্ণ। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনম্ (ভাগবত ৭.৫.২৩) শ্রীকৃষ্ণকে পূজা করা উচিত, শ্রীকৃষ্ণ সম্বন্ধে শোনা উচিত, শ্রীকৃষ্ণ নাম জপ করা উচিত, শ্রীকৃষ্ণকে স্মরণ করা উচিত। এইভাবে আপনি কৃষ্ণভাবনামৃতে উন্নতি করতে পারবেন।

অনেক ধন্যবাদ, হরে কৃষ্ণ।