BN/Prabhupada 0703 - যদি তুমি তোমার মনকে শ্রীকৃষ্ণে নিবদ্ধ করতে পার, তাহলে তার নাম সমাধি

Revision as of 17:37, 29 June 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0023: VideoLocalizer - changed YouTube player to show hard-coded subtitles version)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 6.46-47 -- Los Angeles, February 21, 1969

ভক্তঃ প্রভুপাদ? ভক্তি যোগের সমাধি এবং এই অষ্টাঙ্গ যোগের সমাধি কি এক?

প্রভুপাদঃ হ্যাঁ। সমাধি অর্থ হল মনকে ভগবান শ্রীবিষ্ণুতে নিবিষ্ট করা। এই হচ্ছে সমাধি। তাই যদি তুমি তোমার মনকে কৃষ্ণতে নিবিষ্ট কর তাহলে সেটা সমাধি। (বিরতি) আর কোন প্রশ্ন? ও জিজ্ঞাসা করবে। ঠিক আছে।

তরুণ ছেলেঃ স্বামীজি? আপনি বলেছিলেন, যে, যখন তুমি খুব বেশি খাবে তখন তোমাকে এর মূল্য দিতে হবে। কিন্তু তাহলে ভক্তদের কি ব্যপার? যদি তারা খুব বেশি প্রসাদ খায় তবে কি হবে?

প্রভুপাদঃ তুমি বেশি খেতে চাও?

তরুণ ছেলেঃ আমি শুধু জানতে চাই কিভাবে ... প্রভুপাদঃ তোমার কি মনে হয় তুমি বেশি খাচ্ছ? তুমি বেশি খেতে পারো।

তরুণ ছেলেঃ আমি ভাবছি আমি ...

প্রভুপাদঃ হ্যাঁ, তুমি আরও বেশি খেতে পারো। হ্যাঁ, এটি চিকিৎসাবিদ্যার পরামর্শ যে খাওয়ার ক্ষেত্রে দুই ধরণের ভুল আছে। অত্যাহার এবং প্রয়োজনের কম আহার। বৃদ্ধ মানুষদের জন্য কম খায়ার ভুল করাটা ভাল। আর কমবয়স্ক ছেলেদের জন্য অত্যাহারের ভুলটা ভাল। তাই তুমি বেশি খেতে পারো, কিন্তু আমি পারবো না।

তরুণ ছেলেঃ তমাল এবং বিষ্ণুজন সম্পর্কে কী ধারনা? (হাসি)

প্রভুপাদঃ ওরা পারবে না। তুমি করতে পার। তুমি যতটা চাও ততটা খেতে পার। বিনামূল্যের ছাড়পত্র আছে (হাসি)