BN/Prabhupada 0763 - দক্ষ শিষ্য হলে সবাই গুরু হবে, কিন্তু এই অপরিপক্ক প্রচেষ্টা কেন

Revision as of 07:07, 22 June 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Conversation -- May 30, 1976, Honolulu

প্রভুপাদঃ এখানে গুরু হওয়ার প্রবণতা রয়েছে। কিন্তু... সর্বোপরি তোমাদের প্রত্যেকেরই গুরু হওয়া উচিত। কিন্তু অপরিপক্ক উদ্যোগ কেন? এটিই আমার প্রশ্ন। প্রত্যেকেই গুরু হবে, যখন সে যোগ্য শিষ্য হয়ে উঠবে, কিন্তু কেন এই অপরিণত প্রয়াস? গুরু অনুকরণ করার কোন বস্তু নয়। যখন কেউ পরিণত হয়ে উঠবে, সে স্বাভাবিকভাবেই গুরু হবে। এর উত্তর কি? এখানে গুরু হওয়ার জন্য কিছু প্রচেষ্টা চলছে। আমি তোমাদের সবাইকে ভবিষ্যতে গুরু হওয়ার জন্য প্রশিক্ষিত করছি। এই কৃষ্ণভাবনামৃত আন্দোলন, এর মালিকানা এবং সব কিছু, আমি এগুলো সাথে নিয়ে যাব না। এগুলো যেখানে আছে সেখানেই থাকবে। এর জন্য খুব দক্ষ প্রশিক্ষণ দরকার। কিন্তু এখানে গুরু হওয়ার জন্য এখনই কিছু প্রচেষ্টা চলছে। ঠিক কি না? হুম? আমরাও গুরুর মতো আচরণ করছি। আমার অন্যান্য গুরু ভ্রাতারা, তাঁরাও তাই করছেন। কিন্তু আমরা আমাদের গুরুমহারাজের জীবদ্দশায় এই ধরণের প্রয়াস করিনি। এটি শিষ্টাচার নয়। এটি অপরিণত প্রয়াস। আর এটি এমন নয় যে কৃত্রিম প্রচেষ্টার মাধ্যমে কেউ গুরু হতে পারে। গুরু গ্রহণ করা হয় (অস্পষ্ট) কৃত্রিম উপায়ে নয়। আমার আজ্ঞায় গুরু হইয়া (চৈচ মধ্য ৭.১২৮) "আমার আদেশ অনুসরণ কর এবং গুরু হও।" এমন নয় যে তুমি গুরু হও।

আমার আজ্ঞায় গুরু হইয়া তার' এই দেশ।
যারে দেখ, তারে কহ "কৃষ্ণ"-উপদেশ
(চৈচ মধ্য ৭.১২৮)।

হুম? তোমাদেরকে পরম্পরা পদ্ধতি অনুসরণ করতে হবে, আদেশ। এই হচ্ছে গুরু। এমন নয় যে আমি নিজেকে গুরু বলে ঘোষণা করে দিলাম। না। এটি গুরু নয়। গুরু হচ্ছে সে, যে তার গুরুদেবের আদেশ কঠোরভাবে পালন করে। সে গুরু হতে পারে। অন্যথায় সে ভ্রষ্ট হয়ে যাবে। কৃত্রিম প্রচেষ্টা ভালো নয়।