BN/Prabhupada 0764 - শ্রমিকেরা ভেবেছে, “যিশু খ্রিষ্ট আমাদের মতোই একজন শ্রমিক”

Revision as of 07:07, 22 June 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on SB 2.3.14-15 -- Los Angeles, May 31, 1972

তাই নগরে নগরে যাও, গ্রামে গ্রামে যাও। আর এই কৃষ্ণভাবনামৃত প্রচার কর। তাদের প্রকৃত জীবন দেখাও, তাহলে সব হতাশা দূর হয়ে যাবে। সমাজের নেতা, রাজনীতিবিদ সবার জানা উচিত যে তারা কোথায় যাচ্ছে বলা হয়েছে যে, কথা হরি-কথোদারকাঃ সতাম্‌ স্যুঃ সদাসি ধ্রুবম্‌ (ভাগবত ২.৩.১৪) তাই আমরা যদি এই হরিকথা আলোচনা করি আমরা শ্রীমদ্ভাগবত বা হরিকথা আলোচনা করছি কথা, হরিকথা, উদারকাঃ সতাম্‌ স্যুঃ সদসি ধ্রুবম্‌ । যদি তা ভক্তসঙ্গে আলোচনা হয়, তাহলে লোকেরা তা বুঝতে পারবে। এই শ্রীমদ্ভাগবত গ্রন্থটি ভক্তদের মাঝে সমাদৃত। অন্যদের কাছে? তারা হয়তো কিনতে পারে। তারা দেখে যে, "এটা কি?" সংস্কৃত শ্লোক, কি না কি সব লিখে রেখেছে, বাজে কাগজ।" বুঝলে। ঠিক যেমন এই পত্রিকার মতো, আমাদের জন্য এটি ফেলে দেয়ার কাগজ ছাড়া কিছুই না। এসব আমরা পাত্তা দেই না। কিন্তু তারা এইসব খবরের কাগজ যত্ন করে তাদের বুকে ধরে রাখে, "আহা, কি ভাল জিনিস"। (হাসি)

পাশ্চাত্য দেশে খবরের কাগজ খুব দামী কিছু। একজন ভদ্রলোক আমাকে একটি গল্প বলেছিল - একজন খ্রিষ্টান ধর্মযাজক শেফিল্ড-এ খ্রিষ্টান ধর্ম প্রচার কাজে গিয়েছিল শেফিল্ড? কোথায় এটি? ইংল্যান্ডে? তো সে শ্রমিকদের মাঝে প্রচার করছিল যে, "প্রভু যিশু তোমাকে রক্ষা করবেন। তুমি যদি প্রভু যিশুর শরণ না নাও, তাহলে তোমাকে নরকে যেতে হবে।" প্রথমে সে বলল, "যিশু খ্রিষ্ট আবার কে? কত নম্বর?" তার মানে সে ভেবেছে, "যিশু খ্রিষ্ট নিশ্চয়ই কোন একটা শ্রমিকের নাম। আর ওখানে প্রত্যেক শ্রমিকের নম্বর থাকে, (হাসি) তাই সে বলছে ওঁর নম্বর কত?" "না না, যিশু খ্রিষ্ট মানে, তিনি হলেন ভগবানের পুত্র। তাঁর কোন নম্বর নেই, তিনি কোন শ্রমিক নন।" তাহলে, "নরকটা আবার কি জিনিস"? তখন সে বুঝিয়ে বলল যে , "নরক খুব স্যাঁতস্যাঁতে জায়গা, খুব অন্ধকার," এবং এটা ওটা... ইত্যাদি। ওরা এসব শুনে চুপ করে ছিল। কারণ ওরা খনিতে কাজ করত। এটি (খনি) সবসময়ই অন্ধকার ও স্যাঁতস্যাঁতে। (হাসি) (প্রভুপাদ হাসছেন) তাহলে নরক আর এই খনির মধ্যে পার্থক্যটি কি? ওরা চুপ করে থাকলো। কিন্তু যখন সেই পুরোহিতটি বলল যে, ওখানে কোন খবরের কাগজ নেই, "ওহ্‌ তাহলে তো খুবই ভয়ানক জায়গা!" (হাসি) ওখানে কোন সংবাদপত্র নেই। (প্রভুপাদ হাসি) সুতরাং, তোমাদের দেশে অনেক অনেক বড় বড় খবরের কাগজের বোঝাই থাকে, এসবই ওদের বিতরণ করা হয়।