BN/Prabhupada 0775 - সাংসারিক আসক্তি কৃষ্ণভাবনামৃতে উন্নতির সবচেয়ে প্রধান প্রতিবন্ধকতা

Revision as of 07:10, 10 June 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on SB 7.6.8 -- New Vrindaban, June 24, 1976

শ্রীল প্রভুপাদঃ সাধারণত লোকেরা আজকাল অত্যন্ত অধিক পরিমাণে সংসার জীবনের প্রতি আসক্ত আমি কখনও কখনও বলে থাকি যে পাশ্চাত্য দেশে ছেলেমেয়েরা কৃষ্ণভাবনামৃতে আসছে ওদের একমাত্র সম্পদ যে ওরা সংসারের প্রতি আসক্ত নয় সেটি খুবই ভাল একটি গুণ। যে কোন ভাবেই হোক ওরা এমন হয়েছে তাই শ্রীকৃষ্ণের প্রতি তারা দৃঢ় হতে পেরেছে ভারতে লোকেদের সংসারের প্রতি আসক্তি পরিমিত। তারা এতটা আগ্রহী নয় তারা এখন টাকার পেছনে ছুটছে। সেই অভিজ্ঞতা আমার আছে ।

হ্যাঁ পারিবারিক বন্ধন কৃষ্ণভাবনামৃতে অগ্রসর হওয়ার পথে সবচাইতে বড় বাধা। কিন্তু যদি পুরো পরিবার ভক্ত হয়, সেটি খুবই ভাল। ঠিক ভক্তিবিনোদ ঠাকুরের মতো। তিনি গৃহস্থ ছিলেন , কিন্তু তাঁদের সকলেই - ভক্তিবিনোদ ঠাকুর, তাঁর স্ত্রী,, সন্তানেরা এবং তাঁদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন আমাদের গুরু মহারাজ, সবচেয়ে ভাল তিনি তাঁর নিজের অভিজ্ঞতা থেকে জ্ঞান লিখেছেন যে দিন গৃহে ভজন দেখি, সেদিন গোলোক ভায় যদি পরিবারের সবাই কৃষ্ণভাবনামৃতে যুক্ত থাকে তাহলে সেটি খুবই ভাল সেটি কোন সাধারণ পরিবার নয় সেই আসক্তি সাধারণ জড় আসক্তি নয় কিন্তু সাধারণত মানুষ জড় আসক্তিপূর্ণ থাকে। সেটি এখানে নিন্দা করা হয়েছে শেষম্‌ গৃহেষু আসক্তস্য প্রমত্তস্য অপায়তি হি (ভাগবত ৭/৬/৮) তাদের বলা হয় প্রমত্ত সবাই ভাবছে, "আমার পরিবার, আমার স্ত্রী, আমার সন্তান আমার দেশ, আমার জাতি, সবকিছুতেই এই চিন্তা। কৃষ্ণ আবার কি?" এটি মায়ার সবচেয়ে বড় মোহ কিন্তু কেউই তোমাকে সুরক্ষা দিতে পারবে না

দেহাপত্য-কলত্রাদিষু
আত্মসৈন্যেষ্বসতস্ব অপি
তেষাম্‌ প্রমত্তো নিধনম্‌
পশ্যন অপি ন পশ্যন্তি
(ভাগবত ২/১/৪)

সবকিছুই শেষ হয়ে যাবে, ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া কেউই আমাদের সুরক্ষা দিতে পারবেন না। যদি আমরা মায়ার করাল থাবা থেকে মুক্ত হতে চাই - জন্ম মৃত্যু জরা ব্যাধি (গীতা ১৩.৯) আমাদেরকে অবশ্যই, শ্রীগুরুদেবের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণের শরণ নিতে হবে এবং সেই সব ভক্তসঙ্গে থাকতে হয় যারা সেই একই উদ্দেশ্যে তাঁদের জীবন অতিবাহিত করছেন একে বলা হয়... শব্দটি যেন কি? কিছু একটা ... এই মুহূর্তে ভুলে গেছি কিন্তু সেই একই ভাবে আমাদেরকে কৃষ্ণভাবনাময় জীবন চালাতে হবে তখন এই সমস্ত বাধা বিঘ্ন - গৃহেষু শক্তস্য প্রমত্তস্য সবাই... সমস্ত কর্মীরা তাদের সংসার জীবনের প্রতি খুবই আসক্ত কিন্তু সংসার জীবন ভাল যদি সেখানে কৃষ্ণ ভাবনামৃত থাকে গৃহে বা বনেতে থাকে, হা গৌরাঙ্গ বলে ডাকে। এটা কোন ব্যাপার নয় যে তিনি সংসার জীবনে আছেন নাকি সন্ন্যাস জীবনে আছেন যদি তিনি ভক্ত হন তাহলে তাঁর জীবন সার্থক ।

সবাইকে অনেক ধন্যবাদ।

ভক্তবৃন্দঃ জয় প্রভুপাদ।