BN/Prabhupada 0810 - এই জগতের বিপদসংকুল অবস্থার দ্বারা বিক্ষিপ্ত হয়ো না: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Bengali Pages with Videos Category:Prabhupada 0810 - in all Languages Category:BN-Quotes - 1974 Category:BN-Quotes - L...")
 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 8: Line 8:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0809 - Shortcut of 'Demon-Cracy' is 'Democracy'|0809|Prabhupada 0811 - Rupa Gosvami's Instruction - Somehow or Other, You Become Attached to Krsna|0811}}
{{1080 videos navigation - All Languages|Bengali|BN/Prabhupada 0809 - অসুরতন্ত্রের সংক্ষিপ্ত হচ্ছে গণতন্ত্র|0809|BN/Prabhupada 0811 - রূপ গোস্বামীর নির্দেশ হচ্ছে - যেকোন ভাবেই কৃষ্ণের প্রতি আসক্ত হতে হবে|0811}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->

Latest revision as of 07:03, 4 September 2021



741003 - Lecture SB 01.08.23 - Mayapur

এখানে একটি জিনিস বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, মুহুর্বিপদ্‌গণাৎ (SB 1.8.23)। মুহুঃ মানে চব্বিশ ঘণ্টা, অথবা সবসময়, প্রায় চব্বিশ ঘণ্টা। মুহুঃ মুহুঃ মানে "বার বার, বার বার।" আর বিপদ মানে "বিপদ~ আর গণ গণ মানে "অনেক, বহু," এক রকমের বিপদ নয়, বহু রকমের বিপদ। সুতরাং মুহুর্বিপদ্‌গণাৎ।, কে ভোগ করছে? এখন, কুন্তিদেবী। আরেকজন কে ভোগ করছে? দেবকী। দেবকী হচ্ছেন শ্রীকৃষ্ণের মা, আর কুন্তী হচ্ছেন শ্রীকৃষ্ণের পিসি। তাঁরা কেউই সাধারণ রমণী নন। শ্রীকৃষ্ণের মা হওয়া বা পিসি হওয়া, সাধারণ ব্যাপার নয়। এর জন্য বহু বহু জন্মের তপস্যার প্রয়োজন হয়। তখন কেউ একজন শ্রীকৃষ্ণের মা হতে পারেন। তো তাঁরাও মুহুর বিপদ ভোগ করছেন, সর্বদাই বিপদ। যদিও শ্রীকৃষ্ণ ছিলেন তাঁদের খুব খুব সহজ, সহজ প্রাপ্য ব্যক্তিত্ব, মা, কিন্তু তবুও... দেবকী শ্রীকৃষ্ণের জন্ম দিয়েছিলেন, কিন্তু বিপদ এতো ভয়ানক ছিল যে তিনি তাঁর পুত্রকে কাছে রাখতে পারেননি। তাঁকে খুব শীঘ্র স্থানান্তরিত করা হয়েছিল। শুধু দেখ কত বিপদ, কতটা বিপদ। শ্রীকৃষ্ণের মা তাঁর পুত্রকে কোলে রাখতে পারেননি। প্রত্যেক মা এটা চায়, কিন্তু সেখানে খল কংস ছিল, তাই তিনি রাখতে পারেন নি। শ্রীকৃষ্ণ ছিলেন পাণ্ডবদের নিত্য সঙ্গী। যেখানেই পাণ্ডবগণ, সেখানেই শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ... দ্রৌপদী বিপদে পরেছিলেন। তিনি কুরুদের দ্বারা, দুর্যোধন, দুঃশাসন, এদের দ্বারা বিবসনা হতে যাচ্ছিলেন। শ্রীকৃষ্ণ বস্ত্র প্রদান করেছিলেন। অনেক মানুষের সামনে যদি একজন নারীকে বিবস্ত্র হতে হয়, এটি হচ্ছে তার জন্য সবচেয়ে বড় বিপদ। এটি হচ্ছে সর্বোচ্চ বিপদ, আর শ্রীকৃষ্ণ তাঁকে রক্ষা করেছিলেন। একইভাবে কুন্তী দেবীও রক্ষা পেয়েছিলেন। বিপদ গুলো পরবর্তী শ্লোকে ব্যাখ্যা করা হবে। তিনি বলছেন, বিমোচিতাহঞ্চ সহাত্মজা বিভোঃ "আমি অনেক বিপজনক পরিস্থিতি থেকে রক্ষা পেয়েছি, শুধু আমিই নই, সাথে আমার পুত্ররাও।"

তো আসল কথা হচ্ছে যে, কুন্তিদেবী অথবা মাতা দেবকী, তাঁরা শ্রীকৃষ্ণের সাথে এতো অন্তরঙ্গভাবে সম্পর্কিত, কিন্তু তবুও তাঁদেরকেও বহু বিপদের সম্মুখীন হতে হয়েছিল, তাহলে অন্যদের আর কি কথা? তাহলে আমাদের আর কি কথা? তাই আমরা যখন বিপদের মধ্যে থাকি, আমাদের নিরুৎসাহিত হওয়া উচিত নয়। আমাদের সাহস রাখা উচিত যে এমন কি কুন্তিদেবী, বসুদেব এবং দেবকী, তাঁরাও বিপদের মধ্যে ছিলেন, যদিও তাঁরা শ্রীকৃষ্ণের সাথে খুবই খুবই ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ছিলেন। তাই আমাদের জড় জগতের বিপদ সমূহ দ্বারা বিচলিত হওয়া উচিত নয়। যদি আমরা প্রকৃতই কৃষ্ণভাবনাময় হই, আমাদের বিপদের মোকাবিলা করা উচিত এবং শ্রীকৃষ্ণের ওপর নির্ভর করা উচিত। অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাসও পালন। একে বলে শরণাগতি যে, "আমি বিপদের মধ্যে থাকতে পারি। কিন্তু শ্রীকৃষ্ণ... আমি শ্রীকৃষ্ণের ওপর শরণাগত। তিনি অবশ্যই আমাকে রক্ষা করবেন।" এই বিশ্বাস রাখ। বিপদের মধ্যে থাকলে বিচলিত হইও না, কারণ এই জগতটাই এমন... পদং পদং বিপদাং। এখানে প্রতি পদে পদে বিপদ। ঠিক যেমন তুমি এই রাস্তায় হাঁটছ। হঠাৎ করে কিছু একটার খোঁচা লাগলো, কাঁটা। এই কাঁটার খোঁচায় আহত হয়ে, এটি একটি ফোঁড়ায় পরিণত হতে পারে; এটি আরও বিপদ জনক কিছু হিয়ে যেতে পারে। তাই এমন কি রাস্তা দিয়ে হাঁটার সময়, রাস্তায় কথা বলার সময়, খাওয়া-দাওয়া করার সময়, ইংরেজিতে একটি কথা আছে, "কাপ এবং ঠোঁটের মধ্যে অনেকগুলো বিপদ রয়েছে।"

তাই তোমাকে সর্বদাই মনে রাখতে হবে যে এই জড় জগত শুধুই বিপদে পূর্ণ। যদি তুমি মনে কর যে "আমরা খুব নিরাপদ; আমরা খুব দক্ষ; আমরা এই পৃথিবীকে সুখী বানাবো, "তাহলে তুমি এক নাম্বারের বোকা। পদং পদং যদ বিপদাং (শ্রীমদ্ভাগবত ১০.১৪.৫৮)। কিন্তু তুমি যদি শ্রীকৃষ্ণের আশ্রয় গ্রহণ কর, এইসব বিপদ কিছুই না। কুন্তিদেবী বলছেন যে, বিমোচিত। বিমোচিত মানে বিপদ থেকে মুক্তি। অহম্‌ সহাত্মজাঃ "আমার পুত্রদের সহিত~

সুতরাং এই হচ্ছে শ্রীকৃষ্ণ সম্বন্ধে অধ্যয়ন যে, তুমি যদি কৃষ্ণভাবনাময় হও, শ্রীকৃষ্ণের ঐকান্তিক সেবক, জড় জগতের বিপদ জনক পরিস্থিতির দ্বারা বিচলিত হইও না। শুধু শ্রীকৃষ্ণের ওপর নির্ভরশীল হও, তিনি তোমাকে রক্ষা করবেন।

অসংখ্য ধন্যবাদ।