BN/Prabhupada 0833 - কৃষ্ণ, গুরু, বৈষ্ণব ও অগ্নির সামনে সন্ন্যাসী হিসেবে প্রতিজ্ঞা গ্রহণ কর: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Bengali Pages with Videos Category:Prabhupada 0833 - in all Languages Category:BN-Quotes - 1975 Category:BN-Quotes - L...")
 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 8: Line 8:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0832 - Cleanliness Is Next To Godliness|0832|Prabhupada 0834 - Bhakti Is Only For Bhagavan|0834}}
{{1080 videos navigation - All Languages|Bengali|BN/Prabhupada 0832 - শুদ্ধতা ভগবৎ সান্নিধ্যের পূর্বশর্ত|0832|BN/Prabhupada 0834 - ভক্তি শুধু ভগবানের জন্য প্রযোজ্য|0834}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->

Latest revision as of 07:04, 19 September 2021



Sannyasa Initiation -- Bombay, November 18, 1975

আমাদের সন্ন্যাসীরা, তাঁরা খুব পরিশ্রম করেন, প্রচার করেন, তাঁরা অর্থ সংগ্রহ করেন — তবে নিজের জন্য এক টাকাও রাখেন না। প্রথমত, একজন ব্রহ্মচারী কে প্রশিক্ষিত করা হয়। ব্রহ্মচারী গুরুকুলে বসন্‌দান্তো গুরোঃ হিতম্‌ (শ্রীমদ্ভাগবতম্‌ ৭/১২/১)। গুরুর সেবার জন্য সেই ব্রহ্মচারী কে গুরুর স্থানে থাকতে প্রশিক্ষণ দেওয়া হয়। একই নীতি, যখন তা পরিপক্ক হয়, এবং যখন কেউ শ্রীকৃষ্ণের সেবার জন্য তার জীবন সমর্পণ করে ...

শ্রীকৃষ্ণের সেবার অর্থ সমগ্র বিশ্বের সেবা। শ্রীকৃষ্ণ চান সর্বধর্মান্ পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ (শ্রীমদ্ভগবদগীতা ১৮/৬৬)। একটি সন্ন্যাসীর দুয়ারে দুয়ারে যাওয়া উচিত। মহদবিচলনম্‌ নৃণাম্‌ গৃহিণাম্‌ দীনচেতসাম্‌ (শ্রীমদ্ভাগবতম্‌ ১০/৮/৪)। একজন সন্ন্যাসীকে মহাত্মা বলা হয়। তিনি মহাত্মা কেন? কারণ তাঁর আত্মা এখন আরও বিস্তৃত। গৃহিণাম্‌ দীনচেতসাম্‌। মহদবিচলনম্‌। একজন মহাত্মা দেশে দেশে ভ্রমণ করেন বা দুয়ারে দুয়ারে যান - মহদবিচলনম্‌ নৃণাম্‌ গৃহিণাম্‌ - বিশেষত গৃহস্থদের জন্য, দীনচেতসাম্‌, যার চেতনা বা মন খুব সংকীর্ণ। তারা দীনচেতসাম্‌। এই সমস্ত জড় জাগতিক ব্যক্তি, তারা কীভাবে ইন্দ্রিয়ভোগ করা যায় কেবল তার প্রতি আগ্রহী; তাই তাদের দীনচেতসাম্‌, সংকীর্ণ মনের বলা হয়। তাদের অন্য কোনও চিন্তা নেই। সুতরাং তাদের জ্ঞানের আলোক প্রদান করার জন্য দুয়ারে দুয়ারে যাওয়ার দায়িত্ব সন্ন্যাসীর, দেশে দেশে, কেবল জীবনের লক্ষ্য সম্পর্কে তাদের শিক্ষিত করার জন্য। ভারতে এখনও তা চলছে। এখনও, যদি কোনও সন্ন্যাসী কোনও গ্রামে যান, লোকেরা তাঁকে আমন্ত্রণ জানাতে আসেন, তাঁর কাছ থেকে শ্রবণ করার চেষ্টা করেন।

তাই আপনি শ্রীকৃষ্ণ, বৈষ্ণব, শ্রীগুরু এবং অগ্নির সামনে সেবা করার জন্য এই সঙ্কল্প নিচ্ছেন। সুতরাং আপনি আপনার দায়িত্বটি ভুলে যাবেন না তা সম্পর্কে খুব সতর্ক থাকবেন। আপনি খুব সুন্দর সুযোগ পেয়েছেন। আপনি এই ব্যক্তিদের উদ্ধার করতে আফ্রিকা যাচ্ছেন। শ্রীশুকদেব গোস্বামী বলেছেন, কিরাতহুণান্ধ্রপুলিন্দপুল্কশা আভীরশুম্ভা যবনা খসাদয়ঃ যেহন্যে চ পাপা (শ্রীমদ্ভাগবতম্ ২/৪/১৮)। এই দলগুলির মনুষ্যদের খুব পতিত, কিরাত, কালো মনুষ্য হিসাবে মনে করা হয়। এদেরকে নিষাদ বলা হয়। নিষাদের জন্ম বেন রাজার থেকে হয়েছিল। সুতরাং তারা চুরি করতে অভ্যস্ত; তাই তাদের একটি আলাদা জায়গা দেওয়া হয়েছে, আফ্রিকার জঙ্গল। তা শ্রীমদ্ভাগবতমে আছে। সুতরাং ... তবে সবাইকে মুক্তি প্রাপ্ত করতে পারেন। কিরাতহুণান্ধ্রপুলিন্দপুল্কশা আভীরশুম্ভা যবনা খসাদয়ঃ যেহন্যে চ পাপা। এগুলি পাপপূর্ণ জীবন হিসাবে পরিচিত। তবে শ্রীশুকদেব গোস্বামী বলেছেন, "এখানে অন্য কিছুও থাকতে পারে যা উল্লেখ করা হয়নি।" যেহন্যে চ পাপা যদপশ্রয়াশ্রয়াঃ "যদি তারা কোনও বৈষ্ণবের আশ্রয় নেয়," শুধ্যান্তি, "তারা পবিত্র হবে।"

সুতরাং আপনাকে খুব দৃঢ় বৈষ্ণব হতে হবে; তাহলে আপনি তাদের উদ্ধার করতে সক্ষম হবেন। শুধ্যান্তি। আরেকটি জন্ম না নিয়ে তারা কীভাবে পবিত্র হতে পারবেন? হ্যাঁ। প্রভাবিষ্ণবে নমঃ। কারণ বৈষ্ণব তাদের মুক্তি প্রদান করতে চলেছেন, শ্রীবিষ্ণুর শক্তি দ্বারা তাঁরা ক্ষমতায়িত হন। তাই ব্যবহারিকভাবে আমরা শেষ বার দেখেছি যখন আমি নাইরোবি গিয়েছিলাম, অনেকজন, এই আফ্রিকানরা, তারা খুব সুন্দরভাবে অগ্রগতি করছে। তারা খুব সুন্দর প্রশ্ন করছে। তারা নিয়মকানুন অনুসরণ করছে। সুতরাং আফ্রিকার লোকেরা, তারা এতটা পরিশীলিত বা তথাকথিত সভ্য নয় যে ভগবানকে ভুলে যাবেন । তবে আপনি যদি আন্তরিকভাবে কাজ করেন এবং যদি আপনি কেবল আপনার প্রচেষ্টা দিয়ে একজনকে মুক্ত করতে পারেন, তবে তৎক্ষণাৎ আপনি শ্রীকৃষ্ণের দ্বারা স্বীকৃত হন। ন চ তস্মান্‌ মনুষ্যেষু কশ্চিন্মে প্রিয়কৃত্তমঃ (শ্রীমদ্ভগবদগীতা ১৮/৬৯)। এটি হল শ্রীকৃষ্ণের দ্বারা স্বীকৃত হওয়ার দ্রুততম উপায়, প্রচারের মাধ্যমে।